সুন্দরবনের বাঘ লোকালয়ে, আতঙ্কে গ্রামবাসী

শ্যামনগর (সদর) প্রতিনিধি: শ্যামনগরে সুন্দরবন লাগোয়া রমজাননগর ইউনিয়নের গোলাখালী দ্বীপ গ্রামে হঠাৎ বাঘ দেখা দেওয়ায় গ্রাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা বাঘের ভয়ে রাতে ঘর থেকে বের হচ্ছে না।

গ্রামবাসীরা জানায়, গত রোববার ঈদের দিন সন্ধ্যা ৬টার দিকে সুন্দরবন থেকে একটি বাঘ গোলাখালী গ্রামে রফিকুল ইসলামের চিংড়ি ঘেরের রাস্তায় দেখা যায়। সেখানে বাঘটি প্রায় ২০ মিনিটের মতো হাঁটাহাঁটি করছিল। এসময় গ্রামবাসীদের চিৎকারে ও টিনের শব্দে বাঘটি আবার বনের মধ্যে ফিরে যায়। গোলাখালী গ্রামের চিংড়ি ঘের মালিক রফিকুল জানায়, ঈদের দিন সন্ধ্যা ৬টার দিকে সুন্দরবন থেকে একটি বাঘ লোকালয়ে ঢুকে পড়ে। এসময় বাঘটি মৎস্য ঘেরের রাস্তায় হাটাহাটি করতে থাকে। গ্রামবাসী দেখতে পেয়ে একত্রিত হয়ে চিৎকার শুরু করে এবং টিনের উপর বাড়ি দিয়ে শব্দ করতে থাকায় বাঘটি ভয়ে বনের মধ্যে চলে যায়। গোলাখালী গ্রামের ভোলানাথ মন্ডল বলেন, বাঘের ভয়ে গ্রামের মানুষ আতঙ্কিত। আমরা রাতে ঘর থেকে বের হতে পারছি না।

সাতক্ষীরা সহকারী বনসংরক্ষক (এসিএফ) এমএ হাসান লোকালয়ে বাঘ প্রবেশের সত্যতা নিশ্চিত করে বলেন, বন বিভাগের সহায়তায় স্থানীয় ভিটিআরটি (ভিলেজ টাইগার রেসপন্স টিম) এবং সিপিজি (কমিউনিটি পেট্টল গ্রুপ) এর সদস্যরা সার্বক্ষনিক ঘটনাস্থল পর্যবেক্ষণ করছেন। ওই এলাকায় জনসাধারণের সাবধানে চলাচলা করতে বলা হয়েছে। তাছাড়া গরু, ছাগল যাতে বনের দিকে না যেতে পারে সে বিষয়ে গ্রাম বাসীকে নির্দেশনা দেওয়া হয়েছে। গ্রামটি সুন্দরবন লাগোয়া হওয়ায় মাঝে মধ্যে সেখানে বাঘের আনাগোনা দেখা যায় তিনি জানন।

Check Also

রইছপুর আদর্শ দাখিল মাদ্রাসার উদ্যোগে সরকার ঘোষিত ” তারণ্যে উৎসব ” ও পিঠা উৎসব শুরু হয়েছে

মুহাম্মদ অলিউল্যাহ, (রইছপুর) সাতক্ষীরা :বুধবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে নয়টায় সাতক্ষীরা সদরের রইছপুর আদর্শ দাখিল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।