দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি:
দেবহাটায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলার টিকেট গ্রামের মধ্যপাড়া এলাকার মৃত জব্বার মোড়লের পুত্র আব্দুল লতিফ মোড়ল(৬০) কে পিটিয়ে জখম। আহত লতিফ মোড়ল বর্তমানে সখিপুর হাসপাতালে চিকিৎসাধীন আছে।
অভিযোগ সূত্রে জানা যায়, পুকুর পাড়ের যৌথ ভেড়ির এক পাশ আব্দুল লতিফ মোড়ল সংষ্কার করে এবং তার ভাইকে অপর পাশ সংষ্কার করতে বলে। বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে লতিফ মোড়লের বাড়িতে এসে তার ভাই হাবিব মোড়ল (৩৫), আব্দুল সুবহান মোড়ল (৪৮), সুবহান মোড়লের স্ত্রী আমেনা খাতুন (৪০) পুত্র পারভেজ মোড়ল (২০) পুকুরের পাড় বাঁধা, যাতায়তের পথসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা কাটাকাটি করে। এক পর্যায়ে হাবিব মোড়ল, আব্দুল সুবহান মোড়ল, সুবহান মোড়লের স্ত্রী আমেনা ও পুত্র পারভেজ মোড়ল মেশিনের হ্যান্ডেল এবং বাঁশের লাঠি দিয়ে আব্দুল লতিফ মোড়লের মাথায়, চোখে এবং শরীরের বিভিন্ন অংশে আঘাত করে। এ সময় তার স্ত্রী শাহিনা বেগম ঠেকাতে গেলে তাকেও মারপিট করে জীবন নাশের হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত আব্দুল লতিফকে সখিপুর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে বিষয়টি নিয়ে সুবহান মোড়লের মুঠো ফোনে যোগাযোগ করেও কথা বলা সম্ভব হয়নি। ঘটনায় আহত আব্দুল লতিফ মোড়ল বাদী হয়ে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
এ বিষয় দেবহাটা থানার ওসি তদন্ত তুহিনুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।