ভোরের সাদাকালো মেঘের সাথে নীলের সখ্যতা
গোধূলি লগনে লাল-হলুদের মিশ্রণ
কখনোবা সাতরাঙা রামধনু
আষাঢ়ের বৃষ্টিহীন রুক্ষ প্রকৃতি ভাদ্রের সুনীল গগনকেও হার মানিয়েছে।
প্রকৃতিপ্রেমীদের হৃদয়ে সুবাতাস বইছে ঠিকই;
ব্যাটা কৃষক মরে খুন!
জলের অভাবে মরুময় মাঠ
তৃষ্ণিত বুক যেনো ছাইচাপা কাঠ
ঋতু বৈচিত্র্যের দেশে এখন দেখা মেলে না ষড়ঋতুর
তেমনি বদলে গেছে মানুষের মন
স্বভাব আচরণ বিচরণ
পোশাকী মেকি অবয়বে গড়া সংসার
প্রকৃতির মতোই বদলে গেছে-
সমাজ কালচার।
সেই স্বচ্ছ জলের দেখা পাওয়া ভার!
সেই সবুজ নেই
স্বচ্ছ সুন্দর অহিংস অন্তর
খুঁজে পাওয়া যাবে কি ভাই?
শব্দ জল বায়ু দূষণের মতো-
দূষিত আত্মায় ভরে গেছে অবনি
কতোদিন যে পৃষ্ঠা উল্টে পড়া হয় না
কতোকাল যে কিতাবের মলাট খোলা হয় না, নেয়া হয় না ঘ্রাণ!
টিকটক ফেসবুক ভিডিও ভার্চুয়াল দুনিয়ায় সবই শুভঙ্করের ফাঁকি
অন্তঃসার শুণ্য প্রাণ।
বৃষ্টিহীন রৌদ্রের দাবদাহে
মরীচিকাময় ধু ধু বালুচর
মানুষের মনে আনে-
নানা অনাচার।