বুধবার রাত ৯টার পরে সাতক্ষীরা শহরে ব্যবসায়ীক প্রতিষ্ঠান খোলা রাখার অভিযোগে জেলা প্রশাসন ও বিদ্যুৎ বিভাগের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। এতে বাসটার্মিনালের ভিষণ শোরুমকে ১০ হাজার টাকা জরিমানা ও সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়াও বড়বাজারের একটি কসমেটিকস ও সঙ্গীতা মোড়ের একটি মোবাইল দোকানীকে আরো আড়াই হাজার টাকা মোট সাড়ে ১২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
সরকারি নির্দেশনা অমান্য এবং বিদ্যুৎ সাশ্রয়ী না হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ নেওয়াজ তানজীর সঙ্গীয় ফোর্স নিয়ে গভীর রাত পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন। এসময় তিনি সকলকে বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার আহবান জানান।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …