বীর মুক্তিযোদ্ধা এমপি রবির সাথে নব-গঠিত বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার আহবায়ক কমিটির নেতৃবৃন্দের শুভেচ্ছা ও মতবিনিময়

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেছে নব-গঠিত বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার আহবায়ক কমিটির নেতৃবৃন্দ। গতকাল শহরের মুনজিতপুরস্থ মীর মহলে সদর এমপি রবির কার্যালয়ে নব-গঠিত বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার আহবায়ক কমিটির আহবায়ক ও প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল’র সভাপতিত্বে শুভেচ্ছা ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সহ-সভাপতি প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, নব-গঠিত বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর আহবায়ক কমিটির সদস্য সচিব এস.এম আব্দুল্লাহ আল-মামুন, সদস্য শেখ আলমগীর হোসেন, শেখ মাগফুর রহমানসহ নব-গঠিত বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার আহবায়ক কমিটির নেতৃবৃন্দ। এসময় নব-গঠিত বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার আহবায়ক কমিটির নেতৃবৃন্দকে মিষ্টিমূখ করান। এসময় বীর মুক্তিযোদ্ধা এমপি রবি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদশ্যকে ধারন ও লালন করে নব-গঠিত কমিটির নেতৃবৃন্দকে  সামনের দিকে এগিয়ে যেতে হবে। সংগঠনকে মজবুত ও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান বীর মুক্তিযোদ্ধা এমপি রবি।

Check Also

আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।