আব্দুস সাত্তার: কালিগঞ্জ: কালীগঞ্জে মথুরেশপুর ইউনিয়নে দুদলী টু রতনপুর- রায়পুর টু নিজদেবপুর দুইটি পৃথক রাস্তা উদ্বোধন করা হয়েছে।
অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সাতক্ষীরা কালীগঞ্জের মথুরেশপুর ইউনিয়নের অবহেলিত দুদলী টু রতনপুর এবং রায়পুর টু নিজদেবপুর রাস্তা কার্পেটিং এর কাজ উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী ও মথুরেশপুর ইউনিয়নের চেয়ারম্যান সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম।
প্রসঙ্গত রাস্তা দুটির কাজ বহু বছর ধরে অনেক ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ করার আশ্বস্ত প্রদান করলেও অতিরিক্ত শেলভেচ থাকার কারণে বাস্তবে পরিণত হয়নি। বর্তমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কারণে রাস্তা দুটি আলোর মুখ দেখতে সক্ষম হয়েছে।
শুক্রবার সকাল ১০ ঘটিকায় রাস্তা উদ্বোধনকালে কালিগঞ্জ উপজেলা প্রকৌশলী জাকির হোসেন এবং মেহেরপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান ওটিক টেকনো লিমিটেড প্রজেক্ট ম্যানেজার সোহেল রানা বক্তব্যে বলেন দুদলী টু রতনপুর রাস্তা ৪০৮০ মিটার ৩ কোটি ৬৯লাখ টাকা,রাইপুর টু নিজদের রাস্তা ২৭.৯০ মিটার রাস্তা আগামী ৯ মাসের ভিতরে দুটি রাস্তার কাজ সমাপ্ত হবে।