ফের বিয়ের পিঁড়িতে বসেছেন চিত্রনায়িকা পূর্ণিমা। গত ২৭ মে বিয়ে করলেও তা প্রকাশ্যে আসে গতকাল রাতে। অপ্রত্যাশিতভাবে পূর্ণিমার বিয়ের খবর সামনে আসার পর অনুরাগীদের মন ভেঙে গেছে। সেই তালিকায় আছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। তার বিয়ের খবরে ফেসবুকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। পূর্ণিমা ও তার স্বামী রবিনের ছবি প্রকাশ করে ক্যাপশনে জুড়ে দিয়েছেন বিরহ মাখা ‘ও প্রিয়া তুমি কোথায়’ গানের কয়েকটি লাইন। বাপ্পি লিখেছেন, ভাবিনি কখনো যাবে চলে/ এভাবে আমাকে একা ফেলে/ স্বপ্ন নিজের হাতে ভাঙলে তুমি/ একা কেঁদে কেঁদে ক্লান্ত আমি/ প্রতিশোধ নেবে নাও আমি বাধা দেবো না/ একবার বলে যাও কেন আমার হলে না।
Check Also
গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থী মাসুদের মৃত্যু ‘হত্যাকাণ্ড’
প্রাইভেটকার চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ বর্ণনা করে দায়ীদের সর্বোচ্চ শাস্তিসহ ৬ দফা …