সাতক্ষীরায় ওজোপাডিকো’র নির্বাহী প্রকৌশলীর সাথে জেলার বিদ্যুৎ সেবার মান উন্নয়ন বিষয়ে জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলার নাগরিকদের প্রাপ্য অধিকার বিদ্যুৎ সেবা ও বিদ্যুৎ সেবার মান উন্নয়ন বিষয়ে সাতক্ষীরা বিদ্যুৎ সরবরাহ ওজোপাডিকো’র নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ঘোষ’র সাথে মতবিনিময় করেছে সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দ। গতকাল নির্বাহী প্রকৌশলীর অফিস রুমে জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি.এম নুর ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিদ্যুৎ সেবা নিয়ে বক্তব্য রাখেন জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ ডা. আবুল কালাম বাবলা, অধ্যাপক মোজাম্মেল হোসেন, আব্দুর রব ওয়ার্ছি, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, তৈয়েব হাসান বাবু, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, মো. কামরুজ্জামান রাসেল, অধ্যাপক নুর মোহাম্মদ পাড়, সোহরাব বাবু, মাসুদুর জামান সুমন প্রমুখ। এসময় জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দ সাতক্ষীরার বিদ্যুৎ সেবা নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন, বর্তমানে যে লোডশেডিং শিডিউল দেওয়া হয়েছে তার সাথে কনো মিল পাওয়া যাচ্ছে না বলে জানান। এব্যপারে নির্বাহী প্রকৌশলী বলেন, গ্রিডে যখন লোড ফেল করলে আমাদের বলছে লোডশেডিং দেওয়ার জন্য। এজন্য লোডশেডিং শিডিউল ঠিক রাখা যাচ্ছে না। তিনি আরও বলেন, আমি আমার  উপরের কর্মকর্তাদের সাথে কথা বলব যাতে গ্রাহকদের সুবিধার্থে লোডশেডিং কমানো যায়। শহরের মধ্যে লোডশেডিং শিডিউল ৭ টা থেকে ৮ টার পরিবর্তে ৯ টা থেকে ১০ টা পর্যন্ত করা যায় কিনা। যেহেতু সরকারি নির্দেশনা অনুযায়ী ৮ টার মধ্যে দোকান পাট বন্ধ করতে বলা হয়েছে। ব্যবসায়ীক স্বার্থে শিডিউল পরিবর্তন  করে দেওয়া হবে। সাতক্ষীরায় বিদ্যুৎ এর চাহিদা চাহিদা ১৮.৫ মেঘাওয়াট কিন্তু পাওয়া যাচ্ছে ১৫ থেকে ১৫.৫ মেঘাওয়াট। নতুন সংযোগের বিষয়ে বলেন, সরাসরি অনলাইন আবেদন করতে হবে তার পর এস এম এস এর মাধ্যমে সকল তথ্য পাওয়ার পর সংযোগ পাবে। তবে কোন সমস্যা হলে সরাসরি নির্বাহী প্রকৌশলীর সাথে যোগাযোগ করলে তার সমাধান করে দেওয়া হবে। আবেদন করার পর ৭থেকে ৮ দিনের মধ্যে সংযোগ পেয়ে যাবে। এছাড়াও বিদ্যুৎ লাইনে কোন সমস্যা হলে ২৪ ঘন্টায় সার্ভিস চালু থাকবে অভিযোগ দিলেই লাইনম্যান চলে যাবে। প্রতি মাসে মিটার ভাড়া আদায় করা হচ্ছে এ ব্যাপারে বলেন, এখনও পর্যন্ত আর কোন নির্দেশনা আসে নাই। এছাড়াও বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দ। এসময় জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

Check Also

যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।