দেবহাটায় ওয়ান শুটারগানসহ এক জনকে আটক করেছে র‌্যাব

সাতক্ষীরার দেবহাটা থানার পারুলিয়া এলাকায় র‌্যাবের অভিযানে ওয়ান শুটারগানসহ এক জনকে আটক করেছে র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা। ২৬ জুলাই ভোররাত সোয়া ৪টার দিকে এ অভিযান চালানো হয়।

আটক ব্যক্তির নাম মোঃ আহসান উল্লাহ (২৫)। তার বাড়ি সাতক্ষীরার কালিগঞ্জ থানা এলাকায়।

র‌্যাব-৬ সাতক্ষীরা কোম্পানী কমান্ডার জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় উক্ত ব্যক্তিকে অস্ত্রসহ আটক করা হয়। তাকে দেবহাটা থানায় সোপাদ্দ করা হয়েছে এবং এ ব্যাপারে মামলা হয়েছে।

Check Also

বাংলাদেশি পণ্যের ওপর ৩৭% শুল্ক বসাল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছেন, যাকে ‘বাণিজ্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।