একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় ছয়জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ বৃহস্পতিবার (২৮শে জুলাই) সকালে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। এসময় ট্রাইব্যুনাল জানান, কোন অপরাধীর বর্তমান বয়স বিবেচনায় নেয়া হয়নি, অপরাধ যখন সংঘটিত হয়েছে তখনকার বয়স বিবেচনায় নিয়ে বিচার করা হয়েছে।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় খুলনার ৬ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যুদ্ধের সময় বটিয়াঘাটার বারোআড়িয়া গ্রামে হামলা চালিয়ে বীর মুক্তিযোদ্ধা জ্যোতিষ মণ্ডল এবং আব্দুল আজিজকে হত্যা সহ হিন্দু সম্প্রদায়ের লোকজনদের অপহরণ, আটক, নির্যাতন এবং হত্যার অভিযোগ ছিলো দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় আসামি হলেন- আমজাদ হোসেন হাওলাদার, সহর আলী সরদার, আতিয়ার রহমান, মোতাছিম বিল্লাহ, কামাল উদ্দিন গোলদার ও নজরুল ইসলাম। এর মধ্যে নজরুল ইসলাম পলাতক। রায় ঘোষণার সময় বাকী পাঁচ আসামী আদালতে উপস্থিত ছিলেন।
এদিকে সঠিক বিচার পায়নি জানিয়ে উচ্চ আদালতে যাওয়ার কথা জানালেন আসামীপক্ষের আইনজীবী আবদুস সাত্তার পালওয়ান।
রায় পড়ার আগে, ট্রাইবুনালের বিচারপতি বলেন, কোনো মানবতাবিরোধী অপরাধীর বর্তমান বয়স বিবেচনায় বিচার হয়নি, বিচার হয়েছে ৭১ সালে অপরাধ সংঘটিত করার সময় তাদের যে বয়স ছিলো তা বিবেচনায় নিয়ে।