কালীগঞ্জ থানা পুলিশের অভিযানে যুদ্ধাপরাধী মামলার গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামি আব্দুল হামিদ গ্রেপ্তার

কালীগঞ্জ থানা পুলিশের অভিযানে যুদ্ধাপরাধী মামলার গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামি আব্দুল হামিদ গ্রেপ্তার

।।মোঃ হারুন উর রশিদ ।।
কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে যুদ্ধ অপরাধী মামলার দীর্ঘদিন পালাতক গ্রেফতারি পরোয়ানা আসামি আব্দুল হামিদ (৭৯ )কে গ্রেপ্তার করেছে। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হালিমুর রহমান বাবু জানান গোপন সংবাদের ভিত্তিতে ৩১ জুলাই সন্ধ্যা সাতটার দিকে তার নেতৃত্বে এস আই আজিমুদ্দিন সহ সঙ্গীয় পুলিশ ফোর্স উপজেলার পূর্ব নলতা তার বাড়ি থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আব্দুল হামিদ উপজেলার পূর্ব নলতা গ্রামের মৃত নেছার উদ্দিনের ছেলে, সে দীর্ঘদিন যাবত আত্মগোপন করেছিল । ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইবুনাল ১ ঢাকার মামলা নম্বর আইসিটি বিডি কেস নম্বর 01/2022 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। মামলার তদন্তকারী কর্মকর্তা এডিশনাল এসপি শাহজাহান কবির, আসামিকে আগামী সোমবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে ।

Check Also

ম্যাটস সাতক্ষীরা ক্যাম্পাসের নাম বদলে দিয়েছে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতায় অবস্থিত মেডিকেল এসিসট্যান্ট ট্রেনিং স্কুল-ম্যাটস সাতক্ষীরা ক্যাম্পাসের নাম বদলে দিয়েছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।