দেবহাটার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন ফেয়ার মিশনের উদ্যোগে ৩২দলীয় ফুটবল খেলা অনুষ্ঠিত
এ বি সিদ্দিক দেবহাটা সাতক্ষীরা :-
দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন ফেয়ার মিশনের উদ্যোগে ৩২দলীয় ফুটবল টুর্নামেন্টের ২য় দিনের খেলা সোমবার ১আগষ্ট, ২২ ইং বিকালে অনুষ্ঠিত হয়েছে। খেলায় একদিকে অংশগ্রহণ করে খেজুর বাড়ীয় ফেয়ার মিশন ফুটবল একাদশ বনাম কুলিয়া ফেয়ার মিশন ফুটবল একাদশ। বিকাল ৫ ঘটিকায় কুলিয়া পুরাতন বাজার ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে। ফেয়ার মিশনের পরিচালক আবদুল কাদের মহিউদ্দিনের সভাপতিত্বে ওই খেলায় অতিথি ছিলেন দেবহাটা উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটার বিশিষ্ট সমাজসেবক আওয়ামী লীগ নেতা আলহাজ¦ রফিকুল ইসলাম, ইউপি সদস্য আবু সাঈদ, দেবহাটা রিপোটার্স ক্লাবে সভাপতি অহিদুজ্জামান, কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের সম্পাদক ওমর ফারুক মুকুল, বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ও জাতীয় ফুটবল রেফারী রফিক-উল ইসলাম খান, কুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও মাধ্যমিক সহকারী শিক্ষক আজাফুর রহমান, সাংবাদিক ডাঃ আমিরুল ইসলাম ও মহিউদ্দীন আহমেদ লালটু প্রমুখ। জাতীয় সংগীতের মাধ্যমে খেলা শুরু হয়। খেলায় কুলিয়া ফেয়ার মিশন ফুটবল একাদশ, খেজুর বাড়ীয় ফেয়ার মিশন ফুটবল একাদশকে ৩-০ গোলে হারিয়ে জয় লাভ করে। সংক্ষিপ্ত আলোচনায় অতিথিরা বলেন, ফেয়ার মিশনের মাদক বিরোধী সমাবেশ, ফ্রি ম্যাডিকেল ক্যাম্প, স্বেচ্ছায় রক্তদানসহ এই ধরনের খেলার আয়োজন প্রশংসার দাবীদার। ওই খেলায় রেফারির দায়িত্ব পালন করেন সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের সদস্য জাফরুল ইসলাম খান চৌধুরী, সহকারী রেফারি ছিলেন ওয়াসিম ও ইয়াছিন।