শার্শায় ১০টি স্বর্ণের বারসহ যুবককে আটক করেছে বিজিবি

বেনাপোল (যশোর): প্রতিনিধি: শার্শার কায়বা এলাকা থেকে ১০টি স্বর্ণের বার ও মোটরসাইকেলসহ হাসানুজ্জামান (২২) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। উদ্ধারকৃত স্বর্ণের ওজন এক কেজি ১০৮ গ্রাম।মঙ্গলবার (২ আগস্ট) সকালে উপজেলার কায়বা এলাকা থেকে স্বর্ণের এ চালান জব্দ করা হয়।

আটক হাসানুজ্জামান বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামের মাহবুবুর রহমানের ছেলে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শার্শা উপজেলার কায়বা এলাকা দিয়ে এক মোটরসাইকেলআরোহী বিপুল পরিমাণ স্বর্ণের চালান নিয়ে ভারতে পাচারের উদ্দেশে যাবেন- এমন সংবাদের ভিত্তিতে কায়বা একলায় অভিযান চালানো হয়। এসময় সন্দেহভাজন হিসেবে হাসানুজ্জামান নামে এক মোটরসাইকেলআরোহীর গতিরোধ করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০টি স্বর্ণের বার পাওয়ায় তাকে আটক করে বিজিবি।

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানভীর রহমান জানান, চোরাচালান আইনে মামলা দিয়ে আটক যুবককে শার্শা থানায় হস্তান্তর করা হবে। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানি বাজার মূল্য ৮৪ লাখ ৫০ হাজার টাকা।

Check Also

সাতক্ষীরা পৌর ৪ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীরের শপথ

মাসুদ রানা, সাতক্ষীরা: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার পৌর ৪ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।