স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ ছাত্র পরিষদ-এর যশোর জেলার নবগঠিত কমিটিতে মহিববিল্লাহ আল মামুন সভাপতি, আতিক হাসান সাধারণ সম্পাদক ও আমানউল্লাহ আমান সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন হয়েছে।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদিব স্বাক্ষরিত কমিটি আগামী এক বছরের জন্য ঘোষণা করা হয়েছে।
ঘোষিত কমিটিতে অন্যান্যদের মধ্যে রয়েছেন-
সহসভাপতি : আব্দুল্লাহ আল মামুন,সাজিদুর রহমান সিপু,আজিজুর রহমান।
যুগ্ম সাধারণ সম্পাদকঃ লিমা খাতুন, নাহিদ হাসান, মোঃ পারভেজ।
সহ সাংগঠনিক সম্পাদকঃ সজল হোসেন, মাহিম উদ্দীন রাজ,মাসুদ রানা।
দপ্তর সম্পাদকঃ মোঃ কাদির, উপ দপ্তর সম্পাদক শাকিল আহমেদ, সাকিব আল মুসা।
অর্থ সম্পাদক নাসিম রেজা, প্রচার সম্পাদক আল-আরবি জহির,সমাজসেবা সম্পাদক মেহেদী হাসান টুটুল, সহ-সমাজসেবা সম্পাদক তারেক হাসান, ছাত্রী বিষায়ক সম্পাদক আমেনা খাতুন,ক্রীড়া সম্পাদক ইমামুল হোসেন সজল, কার্যনির্বাহী সদস্য অমৃত চক্রবর্তী ও ইয়াসিন আরাফাত।
উল্লেখ্য, ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে গড়ে ওঠা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ বর্তমান সময়ে শিক্ষার্থীদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। আটাশ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে এই সংগঠন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে ভিপি পদে নির্বাচিত নুরুল হক নূর ও সমাজসেবা সম্পাদক পদে আক্তারুজ্জামান নির্বাচিত হয়েছিলেন।