আব্দুস সাত্তার, সাতক্ষীরা কালিগঞ্জ।
কলিগঞ্জে বিষ্ণুপুর ইউনিয়নে “বিট পুলিশিং” সমাবেশ
।মাদক জঙ্গি সন্ত্রাস মুক্ত করতে বিট পুলিশের কোন বিকল্প নেই ।
মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার,এই স্লোগান কে’ সামনে রেখে। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ২ নং বিষ্ণুপুর ইউনিয়নে চৌমুহনী হাট চত্বরে,বিট পুলিশিং,আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) বিকাল ৪ টায় স্থানীয় জনগণের সাথে থানা পুলিশের বিনিময় সভা ও বিট পুলিশের সমাবেশ অনুষ্ঠিত হয়।২নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে,
মতবিনিময় সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হালিমুর রহমান (বাবু)। তিনি বলেন”দেশে ঐক্যবদ্ধ সমাজ গড়তে মাদক-জঙ্গি, সন্ত্রাস মুক্ত করতে,বিট পুলিশিংয়ের কোন বিকল্প নেই।
আপনারা সবাই মিলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করলে এসকল অনৈতিক কর্মকাণ্ড -নির্মূল করতে পুলিশ সক্ষম হবে। আরো বলেন” আপনারা পুলিশকে তথ্য দিন সেবা নিন” বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি,মাদক,নারী নির্যাতন,জঙ্গিবাদ,ইভটিজিং, মুক্ত সমাজ গড়তে প্রতিশ্রুতি বদ্ধ।
বিশেষ অথিতির বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার উপ পরিদর্শক এস আই সেলিম রেজা, বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল হক সরদার, বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিরঞ্জন কুমার পাল।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রশিদ,শিক্ষক বাবু সুব্রত কুমার বৈদ্য,৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবু মৃনাল কুমার মন্ডল,সাধারণ সম্পাদক অসীম কুমার রায়, মাওলানা আব্দুল কাদের হেলালী, রেজাউল ইসলাম সহ ইউপি সদস্য শেখ সিরাজুল ইসলাম, আফসার উদ্দিন, ফজলুর রহমান,জাহিদ আলম, গোলাম রব্বানী,জি এম,আব্দুল কাদের। ফারজানা সৈকত (আফি) ইউপি সদস্যা লাইলী পারভীন,পূর্ণিমা রানী প্রমুখ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার পুলিশ ফোর্স সদস্য সহ শিক্ষক সুশীল সমাজ সাংবাদিকবৃন্দ, গ্রাম পুলিশ,গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।