এই যে, ভালোবেসেছি বলে
চোখ ভিজেছে জলে
কিছু জল আছে বাকি
কিছু শুকিয়েছে কোনো কালে।
রাত যায় ভোর আসে
তবু থাকি জেগে
অমাবশ্যার হেয়ালি চাঁদ
ডুবে থাকে মেঘে।
আমি জাগি পাখি জাগে
সাথীহারা বেদনায়
ক্ষণে ক্ষণে কেঁদে উঠি
বিরহী অস্থিরতায়।
বলতে পারো মনটা কেনো
ভালোবাসি বলে চেঁচায়
বৃক্ষ কেনো বিষটা শুষে
মানুষের জীবন বাঁচায়?
এই যে তুমি রোজ-ই এসে
গ্রাস করে নিচ্ছো আমায়
অনুভূতি সব যাচ্ছে ঢেকে
মিষ্টি হাসির শীতল ছায়ায়।।