দেবহাটায় অপহরণ মামলার আসামী গ্রেফতার, ভিকটিম উদ্ধার

এ বি সিদ্দিক দেবহাটা (সাতক্ষীরা):-

দেবহাটা থানা পুলিশের অভিযানে অপহরণ মামলার এক আসামী গ্রেফতার হয়েছে। একই সাথে মামলায় উল্লেখিত ভিক্টিমকে উদ্ধার করেছে দেবহাটা থানা পুলিশ। দেবহাটা থানা সুত্রে জানা যায়, শ্যামনগর উপজেলার উত্তর হাজিপুর গ্রামের আব্দুর রশিদের কন্যা (১৪) কে নানার বাড়ি উপজেলার কোঁড়া গ্রামে বেড়াতে আসলে তাকে অপহরণ করে। পরে অপহরণ করা ভিক্টিমকে নিয়ে আতœগোপন করে মাঝ পারুলিয়া গ্রামের শাহিনুর বিশ্বাসের ছেলে সোহান বিশ্বাস(২৩) নামের এক যুবক। এ ঘটনায় ভিক্টিমের নানা বাড়ি থেকে দেবহাটা থানার (১ আগষ্ট) একটি মামলা দায়ের করেন। যার নং- ০৫। এঘটনায় (৭ আগষ্ট) দেবহাটা থানা পুলিশের এসআই হাফিজুর রহমান, এসআই শোভন দাশ সঙ্গীয় ফোর্সসহ দেবহাটা থানাধীন ধোপাডাঙ্গা এলাকা থেকে আসামী গ্রেফতার করে। এসময় আসামী সহ ভিক্টিমকে উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে ভিক্টিমের পরিবার কাছে তাকে হস্তান্তর করে পুলিশ। রবিবার (৮ আগষ্ট) আটককৃত আসামীকে বিজ্ঞ আদালতে জবানবন্দি লিপিবদ্ধ করার জন্য প্রেরন করা হয়।দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ওবায়দুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত আসামীকে নিয়মিত মামলায় গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এধরনের অপরাধে জড়িতদের ছাড় দেওয়া হবে না।

Check Also

দেবহাটার পারুলিয়ার মাঝ পারুলিয়া গ্রামকে আদর্শ গ্রাম ঘোষনা করলেন ডিসি

দেবহাটা প্রতিনিধি।। সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহম্মেদ বলেছেন, সুনাগরিক হিসেবে প্রতিষ্টিত হতে নিজের একাগ্রতা ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।