আবু ছালেহ, (আশাশুনি) সাতক্ষীরা প্রতিনিধ : প্রতাপনগরে পুকুরের পানিতে ডুবে প্রাক প্রাথমিক ক্লাসের ছাকিবা খাতুন নামে ছয় বছরের এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ (৭ আগস্ট) রোববার বেলা বারোটার দিকে প্রতাপনগর মধ্য পাড়া শেখ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। শিশুটির পিতা শহিদুল্লাহ জানান, ছাকিবা খাতুন প্রতিদিনের ন্যায় চাচাতো ভাই-বোন ছাকিব, রুহান, রানি, রাবেয়া সাথে পুকুরে গোসল করতে থাকে। পুকুরে ঝাঁপ দিয়ে পড়ার এক পর্যায়ে পুকুরে থাকা বাঁশের গুতায় আঘাত পেয়ে পুকুরে তলিয়ে যায়। তৎসময়ে পুকুরে দাপা দাপি লাফালাফি করায় নিহত শিশুর পিতা সবাই কে হাকাইয়া পুকুর থেকে উঠাইয়া দেন। দুর্ভাগ্য জনক সত্য যে তাঁর সন্তান উঠিনি এটা তিনি খেয়াল ই করেনি। দুপুরে খাওয়ার সময় তাকে না পেয়ে খুঁজা খুজির শুরু হয়। কোথাও না পেয়ে শেষে পুকুরে খুঁজে পায়।
Check Also
শ্যামনগরে চার মাস পর কবর থেকে গৃহবধুর লা*শ উত্তোলন
শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে দাফনের চার মাস পর কবর থেকে রাবেয়া সুলতানা মায়া (২৩) নামের এ …