লোডশেডিং ও সকল প্রকার পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিনিধি: জ¦ালানি তেলের অস্বাভাবিক মুল্য বৃদ্ধি, অসহনীয় বিদ্যুতের লোডশেডিং ও সকল প্রকার পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাতক্ষীরা জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির আয়োজনে শুক্রবার বিকাল ৫টায় শহরের ইটাগাছা হাটের মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের হাটের মোড়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী, সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম, সাবেক এমপি কাজী আলাউদ্দিন, জেলা বিএনপির হাবিবুর রহমান হাবিব, পৌর বিএনপির আহবায়ক শের আলী, সদর থানা বিএনপির আহবায়ক এড. নুরুল ইসলাম, দেবহাটা বিএনপির আহবায়ক মহিউদ্দীন সিদ্দিকী, রুহুল কুদ্দুস, জেলা শ্রমিকদল সভাপতি আব্দুস সামাদ, জেলা যুবদল সভাপতি আবু জাহিদ ডাবলু, জেলা কৃষকদল আহবায়ক আহসানুল কাদির স্বপন, জেলা জাসাস এর ফারুক হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, আক্তারুজ্জামন বাপ্পি, কামরুজ্জামান ভুট্র, শফিকুল আলম বাবু, আনারুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, আওয়ামী লীগ গণতন্ত্র হত্যাকারী। জনগণের ভোটাধিকার হরণ করতে তারা বিরোধী দলকে রাজপথে নামতে দিচ্ছেননা। তারা আরো বলেন, এই সরকার জ¦ালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করে দেশের দরিদ্র জনগোষ্ঠীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। দরিদ্র জনগোষ্ঠীর সামান্য উপার্জনে তাদের পক্ষে সংসার পরিচালনা কষ্টসাধ্য হয়ে পড়েছে। অবিলম্বে তেল গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্য দারিদ্র জনগোষ্ঠীর ক্রয় ক্ষমতার মধ্যে আনার জোর দাবী জানান তারা।


এদিকে, একই দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা বিএনপির অপর একটি অংশ। শুক্রবার বিকাল ৪টায় শহরের সঙ্গীতা মোড় এলাকায় এ বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মৃনাল কান্তি রায়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তারিকুল হাসান। সমাবেশে আরো বক্তব্য রাখেন আইনুল ইসলাম নান্টা, আবুল হাসান হাদী, আতাউর রহমান, আব্দুল্লাহ আল মামুন রাজু, আলী হোসেন, মিলন শিকদার, সাইফুল ইসলাম, সবুজ পারভেজ, মোস্তফা মন্টু, ফরিদ, আলিম, কামরুল, উজ্জল, জামাল, আসাদুজ্জামান খোকা, রুবেল, রেজাউল, চন্দন, রাহাত, সাদ্দাম, আরিফুল আলো, রাজু প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক।

Check Also

আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের ৮টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি।।বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি সদর ইউনিয়নের ৮টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।