কৈখালী (শ্যামনগর): সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পশ্চিম সুন্দরবনের রায়মঙ্গল নদীর কচুখালীর চর নামক স্থান থেকে ৯টি গরু আটক করেছে রায়নগর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা। আজ সোমবার (১৫ আগস্ট ২০২২) ভোর সোয়া ৫টার দিকে এক অভিযানে উক্ত গরু আটক করা হয়।
শ্যামনগরের রাজনগর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ তারক বিশ্বাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৫ সদস্য বিশিষ্ট নৌ পুলিশের একটি টিম বাংলাদেশ ভারত সীমান্ত নদী রায়মঙ্গলের কচুখালীর চর এলাকায় অভিযান চালায়।
এ সময় সুন্দরবনের মধ্যে গাছের সাথে বাঁধা ৯ টি গরু পাওয়া যায়। পুলিশ সেগুলো আটক করে। ইনচার্জ তারক বিশ্বাস আরো বলেন, গরুগুলো ভারত থেকে সুন্দরবনের মধ্যদিয়ে আনা হচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। তিনি আরো জানান, গত ১০ আগস্ট একই এলাকা থেকে আরো ৬টি গরু আটক করা হয়।