ছিলাম যখন ছোট্ট
জানতাম তিনি কবি,
বাবরি কেশে দুলে যেতো-
ডাগর চোখের মন ভোলানো ছবি!
কাব্য ছন্দে
গানের সুরে
জাগতো নতুন ভাব,
সেই ভাবেতে সাহিত্য নদে
দিতাম নিত্য ঝাঁপ।
যাদু ভরা
তাঁর লেখনী
প্রেম-বিরহে ভরা,
ধুমকেতুতে উড়ে যেতো-
বৃটিশ বেনিয়ারা।
চুরুলিয়ার
এতিম শিশু
করলো বিশ্ব জয়,
আসানসোলে রুটির দোকান
রোজগারে ঠাঁই হয়।
যৌবনে সেই
সেনা নায়ক
প্রেম-দ্রোহে কাটে জীবন,
কবির ছোঁয়ায় বিঁশের বাঁশী
হরেক রকম তান।
রাজবন্দীর
জবানবন্দী তারই-
অমর অসীম সৃষ্টি!
যৌবনের গান কুহেলিকায়
আছে মোদের দৃষ্টি।
প্রেম-সংগ্রাম
সবই মোরা
শিখছি তার লেখায়,
গাইছি আজো নজুগীতি
লিখছি শত খাতায়।