নিজস্ব প্রতিনিধি : ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরার কুখরালী আহমাদীয়া দাখিল মাদ্রাসার সভাপতি পদের নির্বাচন-২০২২ সম্পন্ন হয়েছে। রবিবার (২৮ আগস্ট) বেলা ১১টায় মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে গোপন ব্যালটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ৮জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ৩জন শিক্ষক প্রতিনিধি ও ৫জন নির্বাচিত অভিভাবক সদস্য তাদের ভোট প্রদান করে সভাপতি নির্বাচিত করেন। এ নির্বাচনে মো. আসাদুজ্জামান খোকন ৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি আবু আব্দুল্লাহ আবু সাক্কার ২ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। নির্বাচন পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন সাতক্ষীরা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল গনি। তাকে সহযোগিতা করেন কুখরালী আহমাদীয়া দাখিল মাদ্রাসার সুপার মো. জাহাঙ্গীর মুর্ত্তেজা রেজা। নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি সাতক্ষীরা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল গনি। ফলাফল ঘেষণার পর নব-নির্বাচিত সভাপতিকে ফুল ও মিষ্টি এবং ফুলের মালা দিয়ে বরণ করা করে নেন কুখরালী আহমাদীয়া দাখিল মাদ্রাসার শিক্ষকবৃন্দ। এসময় কুখরালী আহমাদীয়া দাখিল মাদ্রাসার শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …