মাটির নিচ থেকে দুই কোটি টাকার সোনা উঠাতে এসে ৩ কবিরাজ আটক

মাটির নিচ থেকে দুই কোটি টাকার সোনা তুলে দিতে এসে আটক হয়েছেন তিন কবিরাজ। গত তিনদিন ধরে দুই লাখ টাকা চুক্তিতে রান্নাঘরের মাটির নিচ থেকে সোনা তুলে দিতে সময়ক্ষেপণ করায় তিন কবিরাজকে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাতে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের ফুলছোঁয়া ক্বারি সাহেবের বাড়িতে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার বহরমপুর গ্রামের তোফাজ্জল মুন্সী (৪০), একই জেলার বাউফল উপজেলার নওমালা গ্রামের আবদুর রহিম (৩০) ও ব্রাক্ষণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর উপজেলার সোনারামপুর গ্রামের তানিয়া আক্তার (২৫)।

প্রতারণার দায়ে হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী ঈমান হোসেন।

তিনি যুগান্তরকে জানান, বান্দরবানে ব্যবসার সুবাদে কবিরাজদের সঙ্গে পরিচয় তার। তারা ইমাম হোসেনকে তার ঘরের নিচে স্বর্ণ আছে এমন প্রলোভন দেখায়। পরে দুই লাখ টাকা চুক্তিতে তিন কবিরাজ স্বর্ণ তুলে দেওয়ার আশ্বাসে দেয়।

তিন প্রতারককে রোববার দুপুরে চাঁদপুর আদালতে হাজির করা হয় বলে যুগান্তরকে নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার এসআই মোস্তাক আহমেদ।

হাজীগঞ্জ থানার ওসি জোবায়ের সৈয়দ যুগান্তরকে জানান, আটকৃত কবিরাজদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

Check Also

যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।