রংপুরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। সোমবার রাত সাড়ে ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কে তারাগঞ্জ খারুভাজ সেতুর কাছে দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। রমেক হাসপাতালে নিহত চারজন হলেন নীলফামারীর সৈয়দপুরের আরিফ বিল্লাহ (৩৩) ও জুয়েল (২৭), তারাগঞ্জের ধনঞ্জয় (৪৫) ও গাড়ির হেলপার। আহত ৫৮ জন রমেক হাসপাতালে ভর্তি করা হয়। তারা হাসপাতালের ১৫, ১৯, ৩১ এবং ৩২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
সকালে জেলা প্রশাসক আসিব আহসান দুর্ঘটনাস্থল পরিদর্শন করে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের জন্য ২০ হাজার করে টাকা ঘোষণা এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা নিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গোলাম রাব্বানী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার রাত সাড়ে ১২টার দিকে তারাগঞ্জ খারুভাজ সেতুর কাছে জোয়ানা পরিবহন ও ইসলাম পরিবহন নামে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। আহত হয়েছেন অর্ধশতাধিক।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে এসে বৃষ্টির মধ্যে আহত-নিহতের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করেন। পরে হাসপাতালে আরও চারজন মারা যান।
তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাহবুব মোর্শেদ বলেন, দুর্ঘটনার পরপরই ভারী বৃষ্টি শুরু হয়। এর মধ্যেও পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়।