শ্যামনগর (সদর) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে যুদ্ধাপরাধী মামলায় উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান এস.এম মহাসিন-উল-মুলকসহ ৪ ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। বুধবার গভীর রাতে শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদের নেতৃত্বে পুলিশ দল নিজ নিজ বাড়ী থেকে তাদের আটক করে।
আটককৃতরা হলেন ঈশ্বরীপুর মৃত এস.এম. বরকত উল্যাহ ছেলে এস.এম মহাসিন-উল-মুলক, ধূমঘাট গ্রামের মৃত নাসের উদ্দীন গাজীর ছেলে মহিউদ্দীন গাজী, শ্রীফলকাটি গ্রামের মৃত মান্দার মোল্যার ছেলে ফজের আলী ওরফে কুদ্দুস মোল্যা এবং মুন্সিগঞ্জ কুলতলী গ্রামের মৃত জহুর আলী গাজীর ছেলে ফজের আলী গাজী।
মামলাসূত্র মতে, ১৯৭১ সালের ১০ অক্টোবর শ্রীফলকাটি গ্রামে সুরেন্দ্র নাথ মন্ডলকে গুলি করে হত্যা করে আসামীরা।
ওই ঘটনায় নিহতের কন্যা মামলার বাদী চন্দনা রানী (টুকু) মন্ডল ২০০৯ সালের ২৬ এপ্রিল সাতক্ষীরা বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ১২ জনের বিরুদ্ধে মামলা করে। দীর্ঘ তদন্ত শেষে আসামীদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করা হয়। শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ সত্যতা নিশ্চিত করে বলেন, যুদ্ধাপরাধী মামলায় পরোয়ানাভূক্ত ৪জনকে আটক করে সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যহত আছে তিনি জানান।