মিয়াসাহেবের ডাঙ্গা শান্তি সংঘের কমিটি গঠন: সভাপতি শহিদুল সম্পাদক সাইদ

স্টাফ রিপোটারঃ সমাজে শান্তি শৃঙ্খল বজায় রাখা, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, মৈত্রী ও প্রীতির সম্পর্ক স্থাপনসহ সকল অন্যায়, অনাচার, অবিচার, শোষণ ও নির্যাতন বন্ধের লক্ষ্যে স্থানীয় যুবকদের নিয়ে মিয়াসাহেবের ডাঙ্গা শান্তি সংঘের কমিটি গঠন করা হয়েছে। শুক্রুবার রাতে সাতক্ষীরা পৌরসভার ৫নং ওয়ার্ডে মিয়াসাহেবের ডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় গ্রামবাসীদের নিয়ে সর্বদলীয় এ কমিটি গঠন করা হয়। সভায় সর্বসম্মতি ক্রমে বিশিষ্ট ব্যবসায়ী শহিদুল ইসলাম রুপমকে সভাপতি এবং সাংবাদিক আবু সাইদ  বিশ্বাসকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি রবিউল ইসলাম ও আব্দুল্লাহ আলামিন, যুগ্ন সম্পাদক হারুন-অর-রশিদ ও আরিফুল ইসলাম, অফিস সম্পাদক মোহাম্মদ সোলাইমান ও সহকারী অফিস সম্পাদক আব্দুল আহাদ, কোষাধাক্য মো: আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মাজেদ, সহকারী সাংগঠনিক সম্পাদক মাসুম ও সুমন, প্রচার সম্পাদক মো: রুহুল কুদ্দুস ও সহকারী প্রচার সম্পাদক তুহিন গাজী, ক্রিড়া সম্পাদক সবুজ, সমাজ কল্যান সম্পাদক মো: সালাউদ্দীন। এছাড়াও কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন, আব্দুর রশিদ, আইয়ুব আলী, আল আমিন, আবুল হাসান, মোহাম্মদ ও মেঝ বাবু। স্থানীয় ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার হোসেন মিলন, সাবেক কাউন্সিলর শাহিনুর রহমান, আব্দুল গফফর, মাষ্টার নজিবুল ইসলাম, আব্দুল হান্নান, আমিরুল ইসলাম, মিয়াসাহেবেরডাঙ্গা গ্রামের চার মসজিদের ইমাম বা খতিবদের এই কমিরি উপদেষ্টা করা হয়। বিশিষ্ট শিক্ষাবিদ মাষ্টার নজিবুল ইসলামের সভাপতিত্বে কমিটি গঠন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শিক্ষাবিদ মাওলানা নুর হোসেন, আব্দুল হান্নান, আব্দুর রশিদ, আমিরুল ইসলাম, আব্দুল্লাহ, সালাউদ্দীন, আব্দুল মান্নান, ইয়াকুব, নজরুল আরিফুলসহ অনেকে।
উল্লেখ্য গত কয়েক দিন ধরে মিয়াসাহেবের ডাঙ্গা গ্রামে বহিরাগতরা এসে অসামাজিক কার্যকলাপ, মাদক সেবন, গ্রামের নিরিহ মানুষের উপর হামলা, পিস্তল ঠেকিয়ে জীবন্যাশের হুমকীসহ বিভিন্ন ধরণের অপরাধ সংঘটিত করে। এর ফলে গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে এসব অপরাধ প্রতিহত করতে মিয়াসাহেবের ডাঙ্গা শান্তি গঠন করে।

 

 

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।