আবু সাঈদ সাতক্ষীরা : সাতক্ষীরার আশাশুনিতে গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগে তার স্বামীকে আটক করেছে। সোমবার ভোর ৫টার দিকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর গ্রামের সরদার বাড়ি এ ঘটনা ঘটে।স্থানীয় জনতা ঘাতক স্বামী গোলাম মোস্তফাকে শ্যামনগর উপজেলার পদ্মপুকুর এলাকা থেকে আটক করে পুলিশে সোপর্দ্দ করেছে। তিনি প্রতাপনগর গ্রামের সরদার বাড়ীর মৃত শমসের আলী সরদারের ছেলে।প্রতাপনগর ইউনিয়নের চেয়ারম্যান হাজী আবু দাউদ আলী বলেন, দীর্ঘদিন ধরে গোলাম মোস্তফা সরদারের ব্রেনের সমস্যা ছিল। এ জন্য প্রতি মাসে তাকে ইনজেকশন দেয়া লাগতো। অর্থনৈতিক সমস্যার কারণে এ মাসে সে ইনজেকশন নিতে পারেনি। যে কারণে বেশ কয়েকদিন ধরে সে মানসিকভাবে অসুস্থ ছিল।তিনি আরো বলেন, সোমবার ভোর পাঁচটায় ফজরের আযানের পর তার স্ত্রী শামছুন্নাহার ঘুম থেকে উঠে বাইরে গিয়ে অজু করে নামাজ পড়ার জন্য ঘরে আসে। এ সময় মোস্তফা সরদার তার স্ত্রীকে বকাবকি করে। একপর্যায়ে পিটিয়ে ও শ্বাসরোধ করে তার স্ত্রীকে হত্যা করে পালিয়ে যায়। পরে ঘাতক মোস্তফা সরদারকে শ্যামনগর উপজেলার পদ্মপুকুর এলাকা থেকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অতিরিক্ত পুলিশ সুপার কালিগঞ্জ সার্কেল ও আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘাতক স্বামী গোলাম মোস্তফা আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করেছি বলে জানান ওসি।
Check Also
যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …