বিদেশী পিস্তলসহ মো: জিল্লুর রহমান ওরফে জীবনকে গ্রেপ্তার করেছে র্যাব-৬ এর একটি অভিযানিক টিম। রোরবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তাকে সাতক্ষীরার দেবহাটা উপজেলার বাহেরা এলাকা থেকে আটক করা হয়।
র্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, র্যাব ৬ এর অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে দেবহাটার বহেরা এলাকায় কয়েকজন ব্যক্তি মাদক বিক্রির উদেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায়। এসময় তারা মো: জিল্লুর রহমানের কাছ থেকে একটি বিদেশী পিস্তল উদ্ধার করে। পরে গ্রেপ্তার তাকে থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র্যাব দেবহাটা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …