মাহফিজুল ইসলাম আাককাজ : শারদীয় দুর্গাপূজা – ২০২২ উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন হতে বরাদ্দকৃত জিআর সদর উপজেলার পূজামন্ডপ সমূহে বিতরণ করা হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১ টায় সাতক্ষীরা সদর উপজেলা মিলনায়তনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা সদরের আয়োজনে ও সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ- জোহরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ, সদর উপজেলা আনসার কর্মকর্তা মাহফুজুর রহমান, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার শীল প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা মন্দির সমিতির সাহিত্য সম্পাদক অসীম কুমার দাশ সোনা, পলাশপোল পূজামন্ডপের সাধারণ সম্পাদক সমীর কুমার বসু, রায় দুলাল চন্দ্র, জেলা মন্দির যুব কমিটির সভাপতি অমিত কুমার ঘোষ প্রমুখ। শারদীয় দুর্গা পূজাকে সামনে রেখে বিশেষ নিরাপত্তার স্বার্থে সাতক্ষীরা জেলা প্রশাসন প্রত্যেকটি পূজামন্ডপ সিসি ক্যামেরায় আওতায় আনার সিদ্ধর্ন্ত নিয়েছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন হতে বরাদ্দকৃত জিআর সদর উপজেলার ১০৭ টি পূজামন্ডপ সমূহে নগত অর্থ হিসেবে ২ কোটি ২০ লক্ষ ৪ হাজার ২ শ’ টাকা প্রতিটি পূজামন্ডপে ২০ হাজার ৬ শ’ টাকা হারে বিতরণ করা হয়েছে। এসময় প্রশাসনের কর্মকর্তা ও সনাতন ধর্মালম্বী নেতারা উপস্থিত ছিলেন।
Check Also
আশাশুনি উপজেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি উপজেলা শাখার ২০২৫-২০২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও …