মাছুরা পারভীন ও তার পরিবারের সদস্যদের জেলা প্রশাসনের উদ্যোগে সংবর্ধনা

ক্রাইমবাতা রিপোট:  সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন চ্যাম্পিয়নশিপ (সাফ) বিজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন ও অন্যতম ডিফেন্ডার মাসুরা পারভীনকে নাগরিক সংবর্ধনা দিবে সাতক্ষীরা জেলা প্রশাসন। সাফ জয়ী অধিনায়ক সাবনা খাতুন এখন মালদ্বীপে রয়েছেন। দেশে ফিরলেই দুই ফুটবল তারকাকে দেওয়া হবে নাগরিক সংবর্ধনা। সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা, জেলা ফুটবল এসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠন যৌথভাবে এ সংবর্ধনার আয়োজন করবে। ইতোমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে।

রবিবার (২ অক্টোবর) সকাল ১১টায় সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন চ্যাম্পিয়নশিপ (সাফ)বিজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের অন্যতম ডিফেন্ডার মাসুরা পারভীনকে উষ্ণু সংবর্ধনা প্রদানকালে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এ সংবাদ শোনান ।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সারা জীবনের জীবন্ত ডায়েরি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের কারণে আজ সারা দেশে নারী ফুটবল খেলায় জাগরণ সৃষ্টি হয়েছে।

সাবিনা ও মাসুরার জন্য সাতক্ষীরাসহ গোটা বাংলাদেশ গর্বিত। সাতক্ষীরার এই দুই কৃতি সন্তানের জন্য নারী ফুটবলে জাগরণ সৃষ্টি হয়েছে। আমরা তাদের পরিবারের পাশে আছি। তারা গরীব মধ্যবিত্ত পরিবারের সন্তান। তাদের পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনতে আমরা সাধ্যমত চেষ্টা করবো।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সজিব খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আশরাফজ্জামান আশু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মুক্তি, মাসুরার বাবা রজব আলীসহ সুধীজন।

নারী ফুটবল দলের অন্যতম ডিফেন্ডার মাসুরা পারভীনকে এসময় ফুল ও ক্রেস্ট দিয়ে অভিনন্দন জানান সাতক্ষীরা সদর এমপি মীর মোস্তাক আহমেদ রবি ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

এরআগে বৃহস্পতিবার ভোরে ছুটিতে বিনেরপোতাস্থ বাড়িতে ফেরেন মাসুরা পারভীন। ঐদিন তিনি শ্যামনগরে ফুটবল খেলতে যান।

Check Also

যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।