দেবহাটায় শশাডাঙ্গা সর:প্রা: বিদ্যালয় নতুন ভবনের ভিত্তিপ্রস্তুর উদ্বোধন করেন ডা: আ ফ রুহুল হক এম,পি

আবু বক্কার সিদ্দিক ,দেবহাটা (সাতক্ষীরা):-

সাতক্ষীরার দেবহাটায় শশাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তুর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (০৬ অক্টোবর) দুপুর ১২টার শশাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪তলা নতুন ভবনের  ভিত্তিপ্রস্তুর উদ্বোধন করেন সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক ড: আ ফ ম রুহুল হক এম পি।

তিনি তার বক্তব্য বলেন, আমাদের মনে রাখা দরকার শেখ হাসিনা সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন উন্নয়ন চলবে এবং জাতি ধর্ম নির্বেশেষে এলাকায় উন্নয়ন করে যাচ্ছে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি  অন্তত অনুরাগী তাই সবজায়গা স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়গুলো বিভিন্ন সহযোগিতা দিয়ে কাজ করে যাচ্ছে,এমনকি সকল স্কুল, কলেজে ডিজিটাল ল্যাব টেকনিশিয়ানসহ বিভিন্ন সহযোগিতা দিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, এ নির্বাচনে যেন শেখ হাসিনা সরকার আবার থাকতে পারে সেজন্য আমরা সবাই একসাথে কাঁধে কাধঁ মিলিয়ে কাজ করতে পারি।

ভিত্তিপ্রস্তুর উদ্বোধনে দেবহাটা উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, দেবহাটা উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ,১নং কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, দেবহাটা শিক্ষা অফিসার মো: শাহাজান আলী, ইন্জিনিয়ার শোভন সরকার, প্রধান শিক্ষক এমাদুল হক, আমজাদ হোসেন, বিধান সরকার, আবু সাইদ , মোহাম্মদ আলী, ইউপি সদস্য মোশাররফ হোসেন, সাংবাদিক শহিদুল ইসলাম, সাংবাদিক আবু বক্কার সিদ্দিক  প্রমুখ।

নতুন ভবনের ভিত্তিপ্রস্তুর উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত করেন হাফেজ মাসুম বিল্লাহ।

ভবনটির চুক্তি মূল্য , ১ কোটি ০৯ লাখ ৬১ হাজার ৪৪৩ টাকা ৯০ পয়সা।

Check Also

দেবহাটায় ছাত্রশিবিরের কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত

দেবহাটা প্রতিনিধি : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দেবহাটা উপজেলা উত্তর শাখার আয়োজনে বাছাইকৃত কর্মীদের নিয়ে শিক্ষাশিবিরের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।