কলারোয়া ইলেকট্রিশিয়ান ইউনিয়নের আয়োজনে ঈদে মিলাদুন্নাবী সাঃ পালিত

নিজস্ব প্রতিবেদক:  কলারোয়া উপজেলা ইলেকট্রিশিয়ান ইউনিয়নের আয়োজনে ঈদে মিলাদুন্নাবী সাঃ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ অক্টোবর) মাগরিবের নামাজের পর থানা মোড়স্থ ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

ইউনিয়নের উপদেষ্টা প্রভাষক আসাদুজ্জামান ফারুকীর উপস্থাপনায় সভাপতি মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে ঈদে মিলাদুন্নাবী সাঃ মাহফিলে আলোচনা পেশ করেন কলারোয়া আলীয়া মাদরাসার আরবি প্রভাষক মাওলানা তৌহিদুর রহমান, বাগআঁচড়া সিনিয়র মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা রুহুল কুদ্দুছ, কলারোয়া উপজেলা শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল ইসলাম মিঠু,কলারোয়া উপজেলা ইমারত শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ কুরবান আলী, দপ্তর সম্পাদক হারুনুর রশিদ প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন সহ সভাপতি মোঃ শরীফ হাসান সবুজ, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লিটন,সহ- সাধারণ সম্পাদক কাজী মশিউল আজম তুহিন, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক, নির্বাহী সদস্য আজগর আলী,আব্দুল জব্বার পিটিল প্রমুখ।
অনুষ্ঠান শেষে শ্রমিক কর্মী সাবেরুল আহত হওয়ায় তার হাতে নগদ টাকা উঠিয়ে দেন ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Check Also

এবার আলোচনায় টিউলিপের পারিবারিক বন্ধু সালমানপুত্র শায়ান

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি এবং যুক্তরাজ্যের অর্থ ও নগরবিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিক দুর্নীতি, সম্পদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।