স্টাফ রিপোটার: দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে মের্সাস ইসলামিয়া এন্টারপ্রাইজের যাত্রা শুরু হয়েছে। সোমবার বিকাল ৪ টায় সাতক্ষীরা শহরের সুলতানপুর বড়বাজার সংলগ্ন খাদ্যগুদামের পাশে সিদ্দিক কমপ্লেক্স এ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সুলতানপুর বড় বাজার মসজিদের ইমাম মাওলানা আব্দুল খালেক, জর্জ কোট মসজিদের ইমাম মাওলানা আব্দুল্লাহ, সিএন্ডবি মসজিদের ইমাম, ওয়াপদা মসজিদেও ইমাম মাওলানা মাইনুদ্দিন, হাসান হুসাইন মসজিদের ইমাম মাওলানা আমিনুর হমান, সুলতানপুর শাহাপাড়া মসজিদের ইমাম কাজী সাইদুর রহমানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কক্তব্য রাখেন। দোকানটির সার্বিক পরিচালনায় রয়েছে ইসলাম হোসাইন হাফিজুল। অনুষ্ঠানে ববক্তরা বলেন, আল্লাহ সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছে। তাই সকল ব্যবসায়ীর উচিত হবে ক্রেতাদের না ঠকিয়ে ব্যবসা পরিচালনা করা।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …