সাতক্ষীরায় শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল দিবস পালন

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরায় বর্ণিল আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন পালিত হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) রাসেল দিবস পালন উপলক্ষে জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

সাতক্ষীরা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও দিবসটি বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করেছে। কর্মসূচির মধ্যে ছিল র‍্যালি, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান গাছের চারা রোপণ ও দেয়ালিকা প্রকাশ, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, রচনা ও গল্প লেখা, আবৃত্তি, সুন্দর হাতে লেখা প্রতিযোগিতা, দোয়া ও প্রার্থনা।

দিবসটি পালন উপলক্ষে সারা দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কমপক্ষে ১০টি করে অন্তত তিন লাখ গাছ লাগানোর নির্দেশনা দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

দিবসের কর্মসূচি বাস্তবায়নে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর, মাদ্রাসা শিক্ষা অধিদফতর, কারিগরি শিক্ষা অধিদফতর জাতীয় কর্মসূচির আলোকে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কর্মসূচি পালনের নির্দেশনা দেওয়া হয়।
এদিকে দিবসটি উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র‍্যালি, জাতীয় অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ, সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, সাতক্ষীরা পুলিশ লাইন্স স্কুল, সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজ,  সাতক্ষীরা আয়েনউদ্দীন মহিলা আলিম মাদ্রাসা, বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালয়, ধুলিহর-ব্রহ্মরাজ গার্লস স্কুল, ধুলিহর-ব্রহ্মরাজপুর ইউনাইটেড হাইস্কুল, তুজুলপুর হাইস্কুল, সাতক্ষীরা নবারুণ গার্লস স্কুল, সাতক্ষীরা টাউন গার্লস স্কুল, সাতক্ষীরা পিএন স্কুল, রায়পুর হাইস্কুল, কারিমা মাধ্যমিক বিদ্যালয়, গাভা হাইস্কুল, গোবরদাড়ি জোড়দিয়া স্কুল এন্ড কলেজ, ভালুকা চাঁদপুর হাইস্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল দিবস পালিত হয়েছে।

সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার অজিত কুমার সরকার বলেন, জেলার মাধ্যমিক স্তরের প্রায় ছয় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। এছাড়া যেসমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব ও শেখ রাসেল স্কুল অব ফিউচার স্থাপিত হয়েছে সেসব প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের প্রতিষ্ঠানে বসেই রাজধানী ঢাকার সাথে সংযুক্ত হয়ে জাতীয় কর্মসূচিতে অংশ নিয়ে উপভোগ করেছে বর্ণিল অনুষ্ঠানমালা।###

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।