সমস্যাটা তো আমরাও বুঝতে পারছি না: ফখরুল

বিএনপির সমাবেশে জনতার ঢল দেখে সরকার ‘আতঙ্কিত’ বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘শত বাধা-বিপত্তি সত্ত্বেও চট্টগ্রাম এবং ময়মনসিংহে সমাবেশে জনতার ঢল নেমেছে। এ কারণে সরকারের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।’

তিনি বলেন, ‘ময়মনসিংহ সমাবেশের আগের রাতে অঘোষিত কারফিউ জারি করা হয়। রাতে ককটেল, গুলিবর্ষণ করেও কোনো বাধা সৃষ্টি করতে পারেনি। উল্টো পুলিশকে ব্যবহার করে বিএনপির ৪শ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এভাবে দমন করে, গুলি করে, হত্যা-গুম করে কোনো দিনই ক্ষমতায় টিকে থাকা যাবে না, যতই তারা শক্তিশালী হোক।’

মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলাম (একাংশ) ও ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপির সঙ্গে দ্বিতীয় দফায় পৃথক সংলাপ শেষে ফখরুল এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী কেন বারবার দুর্ভিক্ষের কথা বলছেন- সেটা তারাও বুঝতে পারছেন না। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী কেন বলছেন- সমস্যাটা তো আমরাও বুঝতে পারছি না। কারণ উনারা কিছুদিন আগেও দাবি করেছেন যে তারা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছেন। আজকে কী এমন ঘটল যে তারা এখন ভয় পাচ্ছেন, একটা খাদ্যসংকট দেখা দেবে?’

ফখরুল বলেন, ‘মূল বিষয়টা হলো- এত বেশি দুর্নীতি সবখানে, তাদের এখন এই অবস্থার পরিপ্রেক্ষিতে সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। সবখানে এত বেশি দুঃশাসন হয়েছে, মিস রুল হয়েছে যে নাথিং ইজ আন্ডার দেয়ার কন্ট্রোল। যে কারণে বিদ্যুতের সমস্যাটা তৈরি হয়েছে। তারা এখন বিদ্যুৎ দিতে পারছে না।’

এ সময় বিপুল অর্থ ব্যয়ে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ক্রয় এবং মন্ত্রিপরিষদ সচিব ও মুখ্য সচিবের জন্য বাড়ি তৈরির বিষয় উল্লেখ করেন মির্জা ফখরুল ইসলাম। তিনি বলেন, ‘৮ হাজার কোটি টাকায় ইভিএম কিনতে যাচ্ছে একটা জালিয়াতির ভোট করার জন্য। অন্যদিকে ৪৩ কোটি টাকা দিয়ে মন্ত্রিপরিষদের সচিব ও মুখ্য সচিবের জন্য বাড়ি তৈরি করা হবে। আপনি কি আশা করেন, এটা অবিশ্বাস্য একটা ঘটনা। এ রকম একটা-দুইটা নয়, আজকে প্রতিটি খাতে এ রকম দুর্নীতি হচ্ছে। সে জন্যই আজকে তারা এ অবস্থায় উপনীত হয়েছে।’

এর আগে সকাল ১১টায় জমিয়তে উলামায়ে ইসলাম ও দুপুর ১২টায় এনডিপির নেতাদের সঙ্গে গুলশানের কার্যালয়ে পৃথক সংলাপ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তার সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ও ২০ দলের সমন্বয়ক নজরুল ইসলাম খান।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা আলোচনার মাধ্যমে কয়েকটি বিষয়ে একমত হয়েছি, এ সরকারের পতনে লক্ষ্যে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে, দেশনেত্রী খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দেশের সব বিরোধী দলের নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে যুগপৎ আন্দোলন করব।’

এনডিপির সভাপতি কেএম আবু তাহেরের নেতৃত্বে সংলাপে অংশ নেন ১০ সদস্যের প্রতিনিধি দল। অন্যদিকে শায়খুল হাদিস আল্লামা মনসুরুল হাসান রায়পুরীর নেতৃত্বে জমিয়তে উলামায়ে ইসলামের ১০ জন নেতা সংলাপে অংশ নেন।

পরে জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মনসুরুল হাসান রায়পুরী সাংবাদিকদের বলেন, ‘আমরা বিএনপির সঙ্গে ঐকমত্য হয়েছি, বর্তমানে যে অবৈধ ও অনির্বাচিত সরকার, এ সরকারের পদত্যাগের জন্য, নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচনের দাবি পূরণ না হওয়া পর্যন্ত যুগপৎ আন্দোলন চালিয়ে যাব।’

এনডিপির সভাপতি কেএম আবু তাহের বলেন, ‘এই ভোট চোর সরকার ১৪ বছর দুঃশাসন চালিয়ে, ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়ে প্রতিটি পরিবারকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এই হিংসাত্মক রাজনীতি থেকে আমাদের ফেরত আসতে হবে। এ অবস্থা থেকে মুক্তির জন্য আমরা যুগপৎ আন্দোলন করব।’

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।