কালীগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২২ উদযাপন উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ হারুন উর রশিদ, কালিগঞ্জ
আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি। এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২২ উদযাপন উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ অক্টোবর শনিবার বেলা ১১ঃ০০ টায় কালীগঞ্জ উপজেলা পরিষদের প্রাঙ্গণ থেকে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রেলি বাহির হয়। রেলিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে, পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার( ভূমি )রোকনুজ্জামান বাপ্পি এর সভাপতিত্বে ও উপজেলা শিল্পকলা একাডেমী সাধারণ সম্পাদক সাংবাদিক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদী, অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, কালিগঞ্জ থানার এস আই মোরশেদ আলী, বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ, এনজিও প্রতিনিধি দুলাল চন্দ্র দাস, সাংবাদিক জাহাঙ্গীর আলম, মিশন মহিলা উন্নয়ন সংস্থার পরিচালক শেখ আব্দুল্লাহ প্রমূখ। সভায় অন্যের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি। আলোচনা সভায় প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী বলেন নিরাপদ সড়কের জন্য যেমন আমাদের দাবি ঠিক তেমনি আইন মানতে সচেতন নাগরিক সমাজ গড়ে তুলতে হবে। তিনি বলেন সড়কপথে সুন্দরবন সাতক্ষীরার আকর্ষণ কিন্তু সড়ক ও জনপদ বিভাগের সাতক্ষীরার মহাসড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিত তিনি এই এলাকার মাননীয় সংসদ সদস্য সহ সরকারের উদ্বোধন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ এর মাধ্যমে অচিরেই সাতক্ষীরা মুন্সিগঞ্জ ভায়া কালিগঞ্জ এই রাস্তাটি সংস্কার ও মেরামতের দাবি জানান। সভাপতির বক্তব্যের সহকারী কমিশনার ভূমি রোকনুজ্জামান বলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এর সহধর্মিনী ১৯৯২ সালে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার পর থেকে ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নিরাপদ সড়কের দাবি করে আসছে নিরাপদ সড়কের দাবিতে আজ ষষ্ঠবারের মতো জাতীয়ভাবে পালন করা হচ্ছে। তিনি আরো বলেন যেমন আমাদের নিরাপত্তার জন্য সুশৃংখল সুন্দর সড়ক প্রয়োজন ঠিক তেমনই আমাদের আইন মেনে সড়কে চলাচল করতে হবে। নিয়ম ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। আজকের এই দিনে নিরাপদ সড়কেই হোক আমাদের একমাত্র কাম্য। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক বিভিন্ন এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন