কালীগঞ্জে উজ্জীবনী ইনস্টিটিউ চার তলা ভবনের শুভ উদ্বোধন করলেন এস এম জগলুল হায়দার এমপি

মোঃ হারুন উর রশিদ, কালিগঞ্জ
কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার উপহার উজ্জীবনী ইনিস্টিউটে (সংযুক্ত কারিগরি) ৪ তলা বিশিষ্ট নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন প্রধান অতিথি সাতক্ষীরা চার আসনের সংসদ সদস্য প্রধান অতিথি এস এম জগলুল হায়দার । ২২ অক্টোবর বেলা ১১ টায় উজ্জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয় এর আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে উজ্জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও নবনির্বাচিত সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ফিরোজ কবির কাজল এর সভাপতিতে ও মুস্তাহিদ রহমান লিটনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ফিফা এসিস্ট্যান্ট রেফারি শেখ ইকবাল আলম বাবলু, বিদ্যালয় এর ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাস্টার নুরিম আলী মুন্সী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ইঞ্জিনিয়ার মেহেদী হাসান সুমন, কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ হালিমুর রহমান বাবু, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি এম আকবর কবির , রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিম আল রাজি টোকন, ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সজল মুখার্জি প্রমুখ। বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট নবনির্মিত ভবন উদ্বোধন এর পর মাননীয় সংসদ সদস্য সংসদ সদস্য এসএম জগলুল হায়দার দোয়া মোনাজাত করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ স্কুলের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Check Also

সাতক্ষীরায় জামায়াত নেতাকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যার ১০ বছর পর মামলা

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার সাদপুর দাখিল মাদ্রাসার সুপার ও কুশুলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আশরাফুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।