কালীগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কালীগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে রেলি ও আলোচনা সভা

মোঃ হারুন উর রশিদ,কালিগঞ্জ
হাতের পরিছন্নতায় এসো সবে এক হই, বর্জের পরিশোধন নিশ্চিত হবে টেকসই সায়েন্টেশন এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০২২ উদযাপন উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর সকাল সাড়ে নটায় কালীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য রেলি বাহির হয়। রেলিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে, পরে উপজেলা পরিষদের সামনে হাত ধোয়ার কলকৌশল দেখান ও উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে জাতীয় স্যানিটেশন
মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আলোচনা সভা উপজেলা সহকারী কমিশনার (ভূমি )ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকনুজ্জামান বাপ্পি এর সভাপতি ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মোঃ হালিমুর রহমান বাবু, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জনসাস্থ্য প্রকৌশলী মিজানুর রহমান এ সময় অনুষ্ঠানের উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মনির আহমেদ, উপজেলার সমাজসেবা অফিসার আব্দুল্লাহ আল মামুন, যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেন, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাংবাদিক আশেক মেহেদী, ইডা এনজিও সংস্থার প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, মহিলা মিশন সংস্থার শেখ আব্দুল্লাহ প্রমুখ। সভায় সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি সাংবাদিক এনজিও প্রতিনিধি শিক্ষক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

Check Also

কালিগঞ্জের চৌমুহনী মাদ্রাসায় স্বরাষ্ট্র উপদেষ্টার একান্ত সচিবের মতবিনিময়

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জের দারুল উলুম চৌমুহনী ফাজিল ডিগ্রী মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন মাদ্রাসার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।