দেবহাটায় সীরাত সম্মেলন ও পুরুষ্কার বিতরণী সভা অনুষ্ঠিত

দেবহাটা প্রতিনিধি :- সাতক্ষীরার দেবহাটায় সীরাত উদযাপন কমিটির আয়োজনে সীরাত সম্মেলন ও পুরুষ্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৬ ঘটিকার সময় সীরাত উদযাপন কমিটির সভাপতি হাফেজ মো: ইমদাদুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী চিন্তাবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব মাও: আজিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী চিন্তাবিদ আলহাজ্ব মাহবুবুল আলম।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,কোমরপুর দাখিল মাদ্রাসার শিক্ষক মাও: অলিউল রহমান, বিশিষ্ট সমাজসেবক মো: মহিউদ্দিন মাহমুদ, সীরাত উদযাপন কমিটির সদস্য সচিব মো: মাসুদ রানা প্রমূখ।
এছাড়াও এ অনুষ্ঠানে সাংবাদিক, ডাক্তার, দিনমজুর, ইমাম সহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সীরাত উদযাপন কমিটির আয়োজনে কুইজ প্রতিযোগিতায় মোট ৫১৫ জন ব্যক্তি অংশ গ্রহণ করেন তারমধ্যে থেকে ২৫ জনকে পুরুষ্কৃত করা হয় প্রাথমিকভাবে ১ম,২য় ও ৩য় স্থান অধিকারীদের হাতে নগত অর্থসহ বই তুলে দেওয়া হয়।

Check Also

দেবহাটার দু’টি আইসক্রিম ফ্যাক্টরীকে ২৭ হাজার টাকা জরিমানা

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের বাজার তদারকি টিম দু’টি আইসক্রিম তৈরী কারখানা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।