সাতক্ষীরায় ডিবি পরিচয়ে ডাকাতির মুলহোতাকে গ্রেপ্তারের দাবী র‌্যাবের

ডিবি পরিচয়ে ডাকাতির অভিযোগে ডাকাত দলের মুলহোতা মোঃ সালাউদ্দিনকে (৩২) গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাতে সাতক্ষীরার কলারোয়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৮ অক্টোবর র‌্যাব-৬ এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ২০২১ সালের ২৭ সেপ্টেম্বর ভিকটিম মোঃ আক্তারুল ইসলাম(৪৪) তার বাড়ী থেকে মোটরসাইকেলযোগে সাতক্ষীরা সদর থানাধীন কদমতলা বাজারে যাওয়ার পথে বাবুলিয়া বাজারের পূর্ব পার্শ্বে পৌছালে ডিবি পুলিশ পরিচয়ে অজ্ঞাতনামা আসামীরা ভিকটিমের হাতে হাতকড়া পড়ায়। তখন আসামীরা ভিকটিমের চোখ কালো কাপড় দিয়ে বেধে মৃত্যুর ভয় দেখিয়ে তার নিকটে থাকা নগদ টাকা, মোবাইলফোন ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়।

আসামীরা ভিকটিমকে প্রথমে মোটরসাইকেলে ও পরে মাইক্রোবাসে করে বিভিন্ন স্থানে ঘুরিয়ে এক নিরাবিলি স্থানে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেয়। পরবর্তীতে ভিকটিম সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন আসামীর ছবি দেখে সনাক্তপূর্বক ২০২২ সালের ৬ জানুয়ারি নিজে বাদী হয়ে সাতক্ষীরা জেলার সদর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৭ অক্টোবর) র‌্যাব-৬, (সাতক্ষীরা ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে মামলার আসামী ডিবি পরিচয়ে সংঘবদ্ধ ডাকাত দলের অন্যতম মুলহোতা সাতক্ষীরা জেলার কলারোয়া থানা এলাকায় গোপনে অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি একই রাত আনুমানিক ১১টার দিকে সাতক্ষীরা জেলার কলারোয়া থানাধীন সোনাবাড়ীয়া ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পরিচয়ে সংঘবদ্ধ ডাকাত দলের মুলহোতা মোঃ সালাউদ্দিনকে গ্রেপ্তার করে। তাকে সাতক্ষীরা জেলার সিআইডি পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

Check Also

পঁচিশেই নির্বাচন চায় বিএনপি ও সমমনারা

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে থাকা মিত্র দলগুলোর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।