রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র উদ্যোগে ভারতের দিল্লীর চার জন বিশিষ্ট ডাক্তারের সমন্বয়ে স্বাস্থ্য সেবা বিষয়ে হেলথ টক পরামর্শ সভা

নিজস্ব প্রতিনিধি : রোটারি ক্লাব অব সাতক্ষীরার উদ্যোগে ভারতের দিল্লীর চার জন বিশিষ্ট ডাক্তারদের সমন্বয়ে স্বাস্থ্য সেবা বিষয়ে পরামর্শ প্রদান করা হয়েছে। গতকাল আয়োজনে শহরের চায়না বাংলা শপিং কমপ্লেক্স’র হলরুমে ক্লাব প্রেসিডেন্ট ফারহা দীবা খান সাথী’র সভাপতিত্বে হেলথ টক পরামর্শ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ ডা. আবুল কালাম বাবলা। হেলথ টক পরামর্শ সভায় স্বাস্থ্য সেবা বিষয়ে পরামর্শ প্রদান করেন ভারতের দিল্লির একোর্ড হসপিটাল থেকে আগত কার্ডিওলজি, অর্থোপেডিক্স, নিউরোলজি, চাইল্ড স্পেশালিষ্ট ৪ জন ডাক্তার রোটারিয়ানসহ গেস্টদের হেলথ টকের উপর বিভিন্ন পরামর্শ দেন। হেলথ টক পরামর্শ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, ভারতের দিল্লীর ডা. উমেশ কোহলি, ডা. রাকেশ কুমার, ডা. হিমাংশু আরোরা, ডা. বি এন রিডডি, ড্রিপ টু কেয়ার’র এক্সিকিউটিভ অফিসার সুনিতা গাঙ্গুলী, বাংলাদেশের এম.আর ট্রিপ হেলথ কেয়ার’র ম্যানেজিং ডাউরেক্টর মো. মিজানুর রহমান, রোটারী ক্লাব অব সাতক্ষীরার ক্লাব সেক্রেটারি মো. মশিউর রহমান (বাবু), এসিস্টেন্ট গভর্ণর পিপি এনছান বাহার বুলবুল, ডিস্ট্রিক এডিটর পিপি মাহমুদুল হক সাগর, পিপি ডা. সুশান্ত কুমার ঘোষ, আই পিপি সফিউল ইসলাম, পিপি ভুধর সরকার, পিপি মাগফুর রহমান, পিপি হাসিবুর রহমান রনি, রোটারিয়ান মো. কামরুজ্জামান রাসেল, রোটারিয়ান আক্তারুজ্জামান কাজল, রোটারিয়ান ওয়ালী উল্লাহ, রোটারিয়ান মো. আনিছুর রহমান, ট্রেজারার রোটারিয়ান মো. মিজানুর রহমান, রোটারিয়ান শামীমা পারভীন রতœা, রোটারিয়ান জেসমিন আক্তার চন্দন, রোটারিয়ান নুরুল হক, রোটারিয়ান নাসিমা খাতুন, রোটারিয়ান শিমুন শামস্, রোটারিয়ান আতাউর রহমান, রোটারিয়ান নুর মোহাম্মাদ পার, রোটারিয়ান আশাকুর রহমান আশা, রোটারিয়ান মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক ও ডা. সুব্রত ঘোষ প্রমুখ। এসময় ক্লাবের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের পিপি রোটারিয়ান সৈয়দ হাসান মাহমুদ।

Check Also

সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার হিফজুল কুরআন বিভাগের ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে আলোচনা সভা, দস্তরবন্দি, সম্মাননা প্রদান ও মিলন মেলা অনুষ্ঠিত

আব্দুল করিম,নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার হিফজুল কুরআন বিভাগের ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।