নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার ২০২২ সালের আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) বেলা ১১টায় মাদ্রাসার হলরুমে আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আলতাফ হুসাইন’র সভাপতিত্বে পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা আহছানিয়া মিশন এতিমখানা কাম লিল্লাহ বোডিং এর সভাপতি মো. আব্দুর রব ওয়ার্ছি, আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদ সিদ্দিকী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ও জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, আহছানিয়া মিশন’র সাবেক সাধারণ সম্পাদক শেখ আজিজুর রহমান, সাবেক ক্রীড়া অফিসার জিল্লুল করিম, আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার সিনিয়র প্রভাষক মো. মনিরুল ইসলাম, প্রভাষক নুর আহমেদ, প্রভাষক আনারুল ইসলাম, জেলা মৎস্যজীবী লীগের আহবায়ক মীর আজহার আলী শাহিন, যুগ্ম আহবায়ক শেখ তৌহিদ হাসান প্রমুখ। আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার ২০২২ সালের আলিম পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এসময় আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার অধ্যাপক মাওলানা আব্দুল হামিদ আজাদী। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার আরবী শিক্ষক নাসির উদ্দিন।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …