সাতক্ষীরায় মোটরসাইকেলের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

ক্রাইমবাতা রিপোট:  সাতক্ষীরায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় সাইকেল আরোহী এক ব্যক্তি নিহত হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে সাতক্ষীরা সদর উপজেলাধীন সাতক্ষীরা-যশোর মহাসড়কের মাধককাটি বাজারের পাশে অন্নর মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের নাম মোঃ হেকমত আলী সরদার (৫৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি গ্রামের মৃত মনসুর আলী সরদারের ছেলে।

সাতক্ষীরা সদর থানার ওসি তদন্ত মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হেকমত আলী সরদার সকালে সাইকেল চড়ে বাড়ি থেকে মাধবকাটি বাজারে যাচ্ছিল। পথিমধ্যে সাতক্ষীরা সদর উপজেলাধীন সাতক্ষীরা-যশোর মহাসড়কের মাধবকাটি বাজারের কাছে অন্নর মোড় এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে সজরে ধাক্কা দেয়। এতে রাস্তায় পড়ে গিয়ে মাথায় আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগ কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।