বড় ভাইকে কুপিয়ে হত্যাকারী মোশারফ গ্রেপ্তার

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার সোনারমোড় মাহমুদপুর গ্রামের শেখ লোকমান হোসেনের ঘাতক মোশারফ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরার আলীপুর থেকে জেলা ডিবি পুলিশের সদস্যরা তাকে আটক করে। পারিবারিক দ্বন্দ্বের জেরে মোশারফ গত ৩০ অক্টোবর সকালে দা দিয়ে তার ভাইকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, হত্যাকান্ডের ঘটনায় নিহতের ছেলে আলআমিন ঘাতক চাচাকে একমাত্র আসামী করে মামলা করে। ঘটনার পরপরই এলাকা ছেড়ে যাওয়ায় পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি। তিনি আরও জানান জেলা ডিবি পুলিশ শুক্রবার ভোরে আটকের পর বেলা ১২টার দিকে তাকে শ্যামনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

স্থানীয় সুত্রে জানা যায়, সোনারমোড় মাহমুদপুর এলাকার দরিদ্র ভ্যান চালক শেখ মুনসুর আলীর বড় ছেলে লোকমান ৩০ অক্টোবর সকালে তার মেজ ভাই মোশারফের হাতে নির্মমভাবে খুন হয়। জমি-জায়গা নিয়ে বিরোধ এবং টোটকা-কাবিজ করাসহ পিতামাতার কাছে বিশেষ গুরুত্ব পাওয়ার জেরে প্রতিহিংসাবশত সে আপন বড় ভাইকে নৃশংসভাবে হত্যা করে। হত্যাকান্ডের পর এলাকা ছেড়ে পালিয়ে গেলেও ছয় দিনের মাথায় সে পুলিশের হাতে ধরা পড়ে।

নিহত লোকমানের পিতা মুনসুর আলী জানান চার ছেলের মধ্যে মোশারফ বখাটে প্রকৃতির। বিদেশ থেকে স্ত্রীর পাঠানো টাকায় বসে বসে খাওয়ার পাশাপাশি এলাকায় নানা ধরনের অপকর্মের সাথে সে জড়িত। তার বড় ছেলেকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনি মেজ ছেলের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

Check Also

সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার হিফজুল কুরআন বিভাগের ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে আলোচনা সভা, দস্তরবন্দি, সম্মাননা প্রদান ও মিলন মেলা অনুষ্ঠিত

আব্দুল করিম,নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার হিফজুল কুরআন বিভাগের ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।