এমপি মুস্তফা লুৎফুল্লাহর মেয়ে সৃষ্টি ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক নির্বাচিত

ক্রাইমবাতা ডেস্ক রিপোটঃ  প্রগতিশীল ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র মৈত্রীর সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন যথাক্রমে অতুলন দাস আলো ও সাতক্ষীরার মেয়ে অদিতি আদৃতা সৃষ্টি।

৩১ অক্টোবর-১ নভেম্বর দুইদিন ব্যাপী ছাত্র মৈত্রীর ২১তম জাতীয় সম্মেলনে অতুলন দাস আলো সভাপতি অদিতি আদৃতা সৃষ্টি সাধারণ সম্পাদক, ইমরান নূর নিরব সাংগঠনিক সম্পাদকসহ মোট ৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি নির্বাচীত হয়।

গতকাল ঢাকা বিশ^বিদ্যালয়ের টিএসসিতে সকাল সাড়ে ১১টায় জাতীয় ও দলীয় সংগীতে মধ্যদিয়ে সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত হয়। ২১তম জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাট্যকার মামুনূর রশীদ। এর পরে টিএসসি অডিটরিয়ামে সম্মেলনের মূল আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা ফজলে হোসেন বাদশা এমপি। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্কার্স পার্টি পলিটব্যুরোর সদস্য নূর আহমদ বকুল, উক্তসভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কাজী আব্দুল মোতালেব জুয়েল। পরবর্তীতে ২য় অধিবেশনে সারাদেশ থেকে আগত কাউন্সিলরদের সম্মতিক্রমে অতুলন দাস আলোকে সভাপতি ও অদিতি আদৃতা সৃষ্টি কে সাধারণ সম্পাদক এবং ইমরান নূর নিরবকে সাংগঠনিক সম্পাক করে ৫১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠিত হয়। আগামী ১ বছরের জন্য নবনির্বাচিত কমিটির অনুমোদন প্রদান করেন বিদায়ী সভাপতি কাজী আব্দুল মোতালেব জুয়েল।

বিদায়ী সভাপতি কাজী আব্দুল মোতালেব জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে ফজলে হোসেন বাদশা এমপি বলেন, মুক্তিযুদ্ধে চেতনা ও ৭২’র সংবিধানের নির্দেশনায় দেশ এগিয়ে নিতে হলে ছাত্রদেরকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশ ছাত্র মৈত্রীর প্রগতিশীল অসাম্প্রদায়িক মূল্যবোধকে গতিশীল করে শিক্ষাঙ্গণে সাম্প্রদায়িক আপশক্তিকে প্রতিহত করার আহ্বান জানান তিনি।

অদিতি আদৃতা সৃষ্টি সাতক্ষীরা-১ আসন  থেকে নিবাচিত এমপি মুস্তফা লুৎফুল্লাহর এক মাত্র মেয়ে।

২০১৪ সালের ৫ জানুয়ারি বাংলাদেশে ১০ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। মুস্তফা লুৎফুল্লাহ সাতক্ষীরা-১ আসন থেকে নির্বাচনে প্রার্থী হন। এটি সাতক্ষীরা জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১০৫নং আসন। আসনটি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলা আর তালা উপজেল নিয়ে গঠিত

মুস্তফা লুৎফুল্লাহর স্ত্রীর নাম নাসরীন খান লিপি। এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে আছে। তাদের বড় ছেলে অনিক আজিজ ন্যাম ভবনের আত্মহত্যা করে মারা যায়। সে খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ইলেক্ট্রিক্যালে বিএসসি পাশ করে ঢাকার ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে এমএসসি করছিলো।মুস্তফা লুৎফুল্লাহর মেয়ের নাম অদিতি আদৃতা সৃষ্টি।মুস্তফা লুৎফুল্লাহ বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক আদর্শে বিশ্বাস করেন। তিনি ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর একজন সদস্য। দলের মনোনয়ন নিয়ে ২০১৪ সালে বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন এবং সাংসদ নির্বাচিত হন।

কমিটির পূর্ণাঙ্গ তালিকা:

১ সভাপতি  অতুলন দাস আলো

২ সহ-সভাপতি ইয়াতুন্নেসা রুমা
৩ সহ-সভাপতি তারিকুল ইসলাম
৪ সহ-সভাপতি নুরুল আদনান মোস্তফা
৫ সহ-সভাপতি ওহীদুর রহমান
৬ সহ-সভাপতি আলমগীর হোসেন
৭ সহ-সভাপতি হিসাম খান ফয়সাল
৮ সহ-সভাপতি এস কেরুবেল
৯ সহ-সভাপতি নাহিদ মোর্শেদ লিখন
১০ সহ-সভাপতি মাসুদ রানা চৌধুরী
১১ সহ-সভাপতি বিকাশ চন্দ্র মন্ডল

১২ সাধারণ সম্পাদক অদিতি আদৃতা সৃষ্টি

১৩ সহ- সাধারণ সম্পাদক তানভীন আহমেদ
১৪ সহ- সাধারণ সম্পাদক আশরাফুল বিন শফী রাব্বী
১৫ সহ- সাধারণ সম্পাদক সুমাইয়া পারভীন ঝরা

১৬ সাংগঠনিক সম্পাদক ইমরান নুর নীরব

১৭ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ফাহিম মুনতাসির

১৮ রাজনৈতিক শিক্ষা ও গবেষণা সম্পাদক এস এম মাইনুল সাগর

১৯ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিষু রাম মুরমু

২০ অর্থ বিষয়ক সম্পাদক ছোটন মাহমুদ

২১ সাহিত্য সাংস্কৃতিক ও ক্রিড়া সম্পাদক স্বার্ণা রানী শীল

২২ দপ্তর সম্পাদক মাহফুজ হাসান

২৩ তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আরাফাত হোসেন শাওন

২৪ সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এস এম আলাউদ্দিন

২৫ স্কুল বিষয়ক সম্পাদক আরুপ কুমার মিত্র

২৭ সদস্য সাকিব মোড়ল
২৮ সদস্য বিপ্লব চন্দ্র রায়
২৯ সদস্য ইয়াসিন আরাফাত
৩০ সদস্য এস এম মাইনুল সাগর
৩১ সদস্য সাকিব আল হাসান
৩২ সদস্য চন্দন শীল
৩৩ সদস্য হেলাল উদ্দিন
৩৪ সদস্য আতিকুর রহমান আতিক
৩৫ সদস্য সানিউর রহমান
৩৬ সদস্য রাসেল পাইক
৩৭ সদস্য অনিক দেওয়ান
৩৮ সদস্য ইয়ামিরুল কবীর সৌরভ
৩৯ সদস্য মাহমুদুল হাসান সাকিব
৪০ সদস্য স্বপন রায়
৪১ সদস্য দীপ শঙ্কর প্রান্ত
৪২ সদস্য আকাশ দাস
৪৩ সদস্য (বাগেরহাট সংরক্ষিত)
৪৪ সদস্য (রাজশাহী জেলা সংরক্ষিত)
৪৫ সদস্য (ঢাকা জেলা সংরক্ষিত)
৪৬ সদস্য
৪৭ সদস্য
৪৮ সদস্য
৪৯ সদস্য
৫০ সদস্য
৫১ সদস্য

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।