প্রান্তিক খামারি ও পোল্ট্রি শিল্প রক্ষায় লাগামহীন পোল্ট্রি খাদ্যের দাম বৃদ্ধি, সিন্ডিকেটের মাধ্যমে ডিম ও সব ধরনের মুরগীর দাম বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ পোল্ট্রি শিল্প সংগঠন।
জাতীয় প্রেসক্লাবের সামনে বুধবার সকালে এ কর্মসূচি পালন করা হয়। এতে পোল্ট্রি খাদ্যের দাম কমানো, খামারিদের সহজ শর্তে ব্যাংকঋণ দেয়াসহ ৬ দফা দাবি তুলে ধরা হয়।
এই খাতের ক্ষুদ্র উদ্যোক্তাদের রক্ষা ও দাবি বাস্তবায়নে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তারা
সংগঠনের চেয়ারম্যান মফিজুল ইসলাম মানিক অভিযোগ করেন, বিভিন্ন কোম্পানি সিন্ডিকেট করে বাজার নিয়ন্ত্রণ করছে। পোল্ট্রি খাদ্য ও বাচ্চার দাম বাড়িয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।
মানববন্ধনে প্রান্তিক খামারিদের ৬ দফা দাবি তুলে ধরা হয়, এর মধ্যে ১. ব্রয়লার মুরিগর ৫০ কেজি বস্তা খাদ্যের দাম ২ হাজার থেকে ২১’শ টাকার মধ্যে আনা।
২. সব ধরনের মুরগীর বাচ্চার দাম ২০ থেকে ২৫ টাকার মধ্যে আনতে হবে। বাচ্চার মান বৃদ্ধি করতে হবে।
৩. খাদ্য ও বাচ্চা উৎপাদনকারী কোম্পানিগুলোর রেডি মুরগী উৎপাদন বন্ধ করে খামারিদের রক্ষা করতে হবে।
৪. প্রতিটি উপজেলায় নিবন্ধিত খামারিদের স্বল্পসুদে সহজ শর্তে ব্যাংক ঋণের ব্যবস্থা করা।
৫. একজন খামারি ১০ হাজার মুরগীর বেশি উপৎপাদন করতে পারবেনা।
৬.প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ প্রান্তিক পোল্প্রি শিল্প সংগঠনকে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের রেজিস্ট্রেশন দিতে হবে।
বক্তরা বলেন, পোল্ট্রিশিল্প শুধু দেশের সিংহভাগ মানুষের খাদ্য পুষ্টি ও আমিষের চাহিদাই পুরণ করছেনা বরং লাখো যুবকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। এই খাতকে রক্ষায় সরকারের কার্যকর ভূমিকা প্রয়োজন।