মাদরাসাতু আল-ফুরকান এর উদ্যোগে সম্মেলন অনুষ্ঠিত

সাতক্ষীরা সংবাদদাতা: মাদরাসাতু আল-ফুরকান এর উদ্যোগে বার্ষিক প্রীতি সম্মেলন ও মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  ১২ নভেম্বর সাতক্ষীরা কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশিং কমিটির সভাপতি ড. আবুল কালাম বাবলা। প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল আব্দুর রহমানের পরিচালনায় সম্মেলনে সমাপনি বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির সভাপতি অধ্যাপক মোশারফ হোসেন। অনুষ্টানে কুরআন তেলাওয়াত, তিন ভাষায় বক্তৃতা, ইসলামী সঙ্গীত, জুম্মার খুতবাসহ বিভিন্ন বিষয়ে পারফারমেন্স করে দর্শকদের জনজয় করেন শিক্ষাথীরা। সকাল ১০টা থেকে শুরু হয়ে অনুষ্ঠান চলে বিকাল তিনটা পর্যন্ত। অনুষ্ঠানে কয়েকশ অভিভাবক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তরা বলেন, প্রতিষ্ঠানটি ধর্মীয় ও আধুনিক শিক্ষা সমন্বিত একটি অনন্য আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের গুণগত মান উন্নয়নের লক্ষ্যে সকল বিষয়ে শিক্ষাদানের ক্ষেত্রে প্রত্যক্ষ পদ্ধতি অবলম্বন এবং উন্নত ও আধুনিক শিক্ষা উপকরণ ব্যবহার করা হয়। নিয়মিত সাহিত্য-সংস্কৃতি চর্চা, বনভোজন, শিক্ষা সফর, খেলাধুলা ও স্কাউটিং কার্যক্রমের সু-ব্যবস্থা রয়েছে। শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার লালন ও যথাযথ পরিচর্যার মাধ্যমে তাদের শারিরীক ও মানসিক বিকাশের সু-ব্যবস্থা করা হয়। সম্ভাবনাময় শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাস এর ব্যবস্থা এবং হ্যান্ডনোট তৈরীতে শিক্ষকবৃন্দের প্রত্যক্ষ সহযোগিতা প্রদান করা হয়। সমৃদ্ধ গ্রন্থাগার ও বিজ্ঞানাগার এবং অত্যাধুনিক আইসিটি ও কম্পিউটার ল্যাব করার পরিকল্পনা রয়েছে।পরিস্কার-পরিচ্ছন্ন ও নিরিবিলি পরিবেশে আবাসিক শিক্ষকের সার্বক্ষণিক তত্ত্বাবধানে মানসম্পন্ন আবাসিক ব্যবস্থা রয়েছে এখানে।

 

Check Also

আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।