বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম তানু ভূঁইয়া দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত নুরে আলম তানু ভূঁইয়া বাগেরহাট শহরের বাসাবাটি এলাকার মৃত আব্দুর রউফ ভূঁইয়ার ছেলে। তিনি বাগেরহাট জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক এবং স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক।
সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০২১ সালের ১৪ নভেম্বর স্বেচ্ছাসেবক দল বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক নুরে আলম ভূঁইয়া তানুকে বহিষ্কার করা হয়।
নিহতের বড় ভাই আবুল কাশেম সেলিম ভূঁইয়া বলেন, আমার ভাইকে দুর্বৃত্তরা গুলি করে মেরে ফেলেছে।
তানু ভূঁইয়ার বোন লোপা বলেন, রাত ৯টার দিকে বাড়ি থেকে বের হয়ে বগা ক্লিনিকের দিকে যায় আমার ভাই তানু। কিছুক্ষণ পরেই পরপর চারটা গুলির শব্দ পাই। পরে হাসপাতালে নিলে চিকিৎসকরা আমার ভাইকে মৃত ঘোষণা করেন। আমাদের রাজনৈতিক প্রতিপক্ষরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
বাগেরহাট সদর থানার ওসি মোহাম্মদ আজিজুল ইসলাম জানান, বাগেরহাট সদরের পূর্ব বাসাবাটি এলাকায় অবস্থিত নিজ বাড়ি থেকে বের হচ্ছিলেন তিনি। ৫-৬ জন দুর্বৃত্ত ওতপেতে বসে ছিল। বাড়ি থেকে বের হলেই খুব কাছ থেকে গুলি করা হয়। এতে তিনি ঘটনাস্থলে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
তিনি স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বলে ওসি জানান।