আশাশুনির প্রতাপনগরে ইভটিজিং ও মাদক মুক্ত সুষ্ঠ সমাজ বিনির্মাণ শীর্ষক ক্যাম্পেইন

 ইয়াসিন সারাফাত: আশাশুনি:আশাশুনি উপজেলার ১০নং প্রতাপনগর ইউনিয়নের আল হুদা ইসলামী যুব সংঘের আয়োজনে, চাকলা দারুসুন্নাত আমিনিয়া দাখিল মাদ্রাসা’র প্রাঙ্গনে ইভটিজিং ও মাদক মুক্ত সুষ্ঠ সমাজ বিনির্মাণ শীর্ষক ক্যাম্পেইন  অনুষ্ঠিত হয়েছে।আজ(১৭ নভেম্বর) বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকা হতে, ইভটিজিং ও মাদক মুক্ত সুষ্ঠ সমাজ বিনির্মান শীর্ষক এ ক্যাম্পেইন-২০২২ অনুষ্ঠিত হয়।
উক্ত ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন আল-হুদা ইসলামি যুব সংঘের  সভাপতি নুরুজ্জামান সবুজ ঢালী,।
ক্যাম্পেইন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-১০নং প্রতাপনগর ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান- আলহাজ্ব আবু দাউদ ঢালী।এসময় আরো উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে অত্র ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও মুহতামিম দ্বয়।মাওঃ এম জামাল উদ্দীন, আলহাজ্ব মাস্টার আমিরুল ইসলাম,মাওঃ আওছাফুর রহমান ও হাফেজ এম আব্দুল হালিম উক্ত সভা অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন।

এছাড়াও উক্ত ক্যাম্পেইনে আলোচক হিসাবে উপস্থিত ছিলেন-প্রধান আলোচক-অধ্যাপক নজিবুর রহমান,ব্যবস্থাপনা বিভাগ,প্রধান-শহীদ সোহরাওয়ার্দী কলেজ,খুলনা।বিদেশ রঞ্জন মৃধা- প্রভাষক,সমাজকর্ম বিভাগ,কপোতাক্ষ কলেজ,কয়রা,খুলনা। হাফেজ মাওঃ জাহাঙ্গীর আলম- খতিব,হযরত আলী(রা)জামে rমসজিদ,চাকলা।ডাক্তার আশিকুর রহমান, এমবিবিএস,এ্যাপোলো পালর্স হাসপাতাল,কুমিল্লা।
উক্ত ক্যাম্পেইনে সঞ্চালনা করেন মাওঃ মাসুম বিল্লাহ  এতে প্রত্যেক আলোচক বৃন্দ তাদের পূর্বে নির্ধারিত ইভটিজিং ও মাদক  উপলক্ষে নির্ধারিত বিষয়ের উপরে সকলে যুগ উপযোগী তাদের মূল্যবান আলোচনা পেশ করেন- পবিত্র কুরআন,হাদিস ও গিতা এবং চিকিৎসা বিজ্ঞান শাস্ত্র হতে বিভিন্ন দিক নির্দেশনা মূলক সামাজিক, মানসিক ও পারিবারিক ক্ষতির সম্মুখীন ও শিক্ষা নিয়ে আলোচনা করেন।

এছাড়া অত্র ইউনিয়নের পাশ্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক স্টপ সহ ছাত্র ছাত্রী/ শিক্ষার্থী বৃন্দ সহ এলাকায় গণ্য মান্য ব্যক্তিবর্গ সহ -এলাকার সুশীল যুব সমাজ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
উক্ত ক্যাম্পেইন সভায় সভাপতির সমাপনী বক্তব্যের তিনটি গুরুত্বপূর্ণ কথার মাধ্যমে শেষ হয়। সমাজ দেশ জাতি ইভটিজিং ও মাদক সহ সকল খারাপ থেকে মুক্তি পাবে যখন আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় তিনটি বিষয় সমন্বয় করা হবে-মানবিক মূল্যবোধ,সামাজিক মূল্যবোধ,আদর্শিক মূল্যবোধ। এর মাধ্যমে সুষ্ঠু সুন্দরভাবে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

Check Also

কলারোয়ায় শিশু কন্যাকে জবাই করে হত্যা করেছে মা

সাতক্ষীরার কলারোয়ায় পাষন্ড মা তার দেড় বছর বয়সি শিশু কন্যা সন্তানকে বটি দিয়ে জবাই করে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।