সাতক্ষীরা জেলা রোভার স্কাউটের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের রাজারবাগান সরকারি প্রাইমারী স্কুলে অনুষ্ঠিত ক্যাম্পের উদ্বোধন করেন জেলা রোভারের সহ-সভাপতি ও সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসার আমানউল্লাহ আল হাদী। জেলা রোভার স্কাউটটের কমিশনার ও প্রাক্তন অধ্যক্ষ এমদাদুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা রোভার স্কাউটের সম্পাদক এস এম আসাদুজ্জামান, সহকারী কমিশনার ডা. সন্তোষ কুমার। এ সময় উপস্থিত ছিলেন জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি ইয়াকুব আলী, মহিলা কলেজের রোভার বেম নিশাত আনম প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন স্বপ্নসিঁড়ি মুক্ত রোভার স্কাউট গ্রুপের সম্পাদক নাজমুল হক। ক্যাম্পে আগতদের বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়।
Check Also
পঁচিশেই নির্বাচন চায় বিএনপি ও সমমনারা
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে থাকা মিত্র দলগুলোর …